|
---|
নিজস্ব সংবাদদাতা : দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর রেল পরিষেবা পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে যায়৷বন্ধ হয়ে যায় হাওড়া জয়নগর এবং জয়নগর হাওড়া প্যাসেঞ্জারও।দীর্ঘ দু’বছর পর বিভিন্ন রুটে রেল পরিষেবা আগের মত স্বাভাবিক হয়৷সম্প্রতি নাম বদলে জয়নগর হাওড়া প্যাসেঞ্জারও পুনরায় চালু করা হয়েছে। তবে এই ট্রেনের সময় এবং দিন পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ক্ষোভ বাড়ছে বীরভূম বাসিন্দাদের একাংশের৷ এই ট্রেনটি উপর নির্ভরশীল বীরভূমের রাজগ্রাম, মুরারই, নলহাটি সহ জেলার শেষ প্রান্তের একাধিক গ্রামের বাসিন্দারা। তাদের থেকে জানা গিয়েছে, ট্রেনটি আগে প্রতিদিন যাতায়াত করতো এবং হাওড়া থেকে সকাল ছ’টা নাগাদ ছেড়ে রামপুরহাট সাহেবগঞ্জ লুপ লাইনের উপর দিয়ে জয়নগর পৌঁছাতো। এর ফলে এই ট্রেনটির প্রতিদিন পরিষেবা পেতেন এই সকল এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই ট্রেনটি বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে পরিষেবা থেকে বঞ্চিত হন তারা। একাধিকবার দাবি জানান পুনরায় চালু করার জন্য।সম্প্রতি পূর্ব রেলের তরফ থেকে এই ট্রেনটিকে পুনরায় চালু করা হলেও প্যাসেঞ্জার ট্রেনের পরিবর্তে এই ট্রেনটিকে চালানো হচ্ছে এক্সপ্রেস ট্রেন হিসাবে।
এমনকি আগে যেখানে সপ্তাহে সাত দিন যাতায়াত করতো এই ট্রেনটি৷ সেই জায়গায় এখন ট্রেনটি মাত্র একদিন আপ এবং একদিন ডাউনে যাতায়াত করছে। পাশাপাশি এর সময়েরও পরিবর্তন করা হয়েছে।এই পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, ট্রেনটি পুনরায় চালু হলেও তাদের কোনো লাভ হচ্ছে না। এর পাশাপাশি তাদের অভিযোগ, ট্রেনটি এক্সপ্রেস তকমা দিয়ে চালানো হচ্ছে এবং মানুষের কাছে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। কিন্তুট্রেনটি সব জায়গায় দাঁড়াচ্ছে, গরু-ছাগলেরমত মানুষ ওই ট্রেনে চেপেযাচ্ছে, অথচ ভাড়া নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি। এটা মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাদের আরও অভিযোগ, কোভিডের পর থেকে এখনো পর্যন্ত অনেক ট্রেন এই রামপুরহাট সাহেবগঞ্জ লুপ লাইনে পুনরায় চালু করা হয়নি। এই সকল ট্রেন পুনরায় চালু করেতাদেরবঞ্চনা করা হচ্ছে৷ এখনো পর্যন্ত একাধিক ট্রেন বন্ধ রয়েছে বলেও জানিয়েছেন তারা। এমত অবস্থায় তাদের দাবি, হাওড়া জয়নগর ট্রেনটি আগের মত প্রতিদিন চালানো হোক এবং আগের মত সাধারণ ভাড়া নেওয়া হোক। প্রসঙ্গত, এই ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার হাওড়া থেকে সকাল ১১:০৫ মিনিটে ছেড়ে জয়নগর পৌঁছাচ্ছে রাত্রি ৯:২০ মিনিটে। মঙ্গলবার ট্রেনটি পুনরায় জয়নগর থেকে রাত্রি ৭:৪৭ মিনিটে ছেড়ে পরদিন হাওড়া পৌঁছায় সকাল ১১:১৫ মিনিটে।