জয়নগরে অনুষ্ঠিত হল আন্তজার্তিক মানের ক্যারাটে প্রশিক্ষণ শিবির

বাবলু হাসান লস্কর, জয়নগর : সেইসিনকাই ইন্ডিয়া বেল্ট পরীক্ষা ও ব্ল্যাক বেল্ট পরীক্ষার ফলাফল ঘোষিত হল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি অতনু সাঁতরা। বর্তমানে কোভিড পরিস্থিতির কারণে কোভিড বিধি মেনে মোট ৬২ জন প্রতিযোগী সরাসরি জাপান পরীক্ষার সুযোগ পেলো এবং সেইসাথে প্রত্যয়ের ১৭ জন ছাত্রী এই পরীক্ষায় অংশ গ্রহণ করার সুযোগ পেল। আজ এই পরীক্ষায় খুব ভালো পারফর্মেন্স করে দেখালো। আজকে সেইসিনকাই ইন্ডিয়া বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেরার সেরা এবং বেস্ট অফ কাতা শিরোপা জিতে নিলো জয়নগরের মেয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ান রাহিদা মোল্লা। তার এই খেতাবে জয়নগর বাসি গর্বিত ।এই অনুষ্ঠানে প্রধান পরিচালনার দায়িত্বে ছিলেন সেইসিনকাই ইন্ডিয়া জাপান থেকে ক্যারাটে সেভেন ডান ব্ল্যাকবেল্ট প্রশিক্ষক ভারতের সেইসিনকাই ইন্ডিয়া টেকনিক্যাল ডাইরেক্টর ও প্রত্যয়ের চিফ কোচ শিহাণ দেবব্রত হালদার জেনারেল সেক্রেটারি। আজকে তিনজন সেইসিনকাই ইন্টারন্যাশনাল জাপান এর ব্ল্যাকবেল্ট পরীক্ষায় উত্তীর্ণ হলো বাবাই কর্মকার,শান্তনু নাইয়া ও অরিজিৎ মারিক, সেই সাথে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন রায়গঞ্জ কলেজের অধ্যাপক অনিন্দ্য কুমার বিশ্বাস যিনি দেবব্রত হালদার স্যারের কাছ থেকে ২য় ডান ব্ল্যাকবেল্ট জাপান সেইসিনকাই ইন্টারন্যাশনাল পরীক্ষায় গত বছর উত্তীর্ণ হয়েছিলেন তাঁকে ও জয়নগর থানার আইসি অতনু সাঁতরা মহাশয়ের সাথে বিশেষ সন্মানিত করা হয়।