জয়নগর গ্রামীন হাসপাতালে এই মুহূর্তে চলছে নির্বাচন কর্মীদের টিকা প্রদান

জয়নগর গ্রামীন হাসপাতালে এই মুহূর্তে চলছে নির্বাচন কর্মীদের টিকা প্রদান

     

     

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দঃ চব্বিশ পরগনা : জয়নগর গ্রামীন হাসপাতালে এই মুহূর্তে চলছে কোভিদ প্রটোকল মেনে নির্বাচন কর্মীদের করোনা ভ্যাকসিন দেয়ার কাজ । এই কাজ জয়নগর গ্রামীণ হাসপাতাল এর পক্ষ থেকে যেটি কুলতলী অবস্থিত অসংখ্য ভোট কর্মীদের জমায়েত । একের পর এক তারা এই টিকা নিচ্ছেন আর এই টিকা করন কে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মীরা তাদের নিজ নিজ ডিউটি বজায় রাখতে বন্ধ পরিকর। সহযোগিতায় কুলতলী থানার সিভিক ভলেন্টিয়াররা এই কাজে ব্রতী হয়েছেন । নির্বাচন কমিশনার কয়েকদিন মধ্যে নির্বাচন ঘোষণা করবেন তার আগে সমস্ত রকমের প্রক্রিয়া গুছিয়ে নিচ্ছেন । এমনই ছবি দেখা গেল কুলতলী জামতলা গ্রামীণ হাসপাতালে । যেখানে সরকারি কর্মচারীরা একের পর এক টিকা নিচ্ছেন । আগামী দিনে সংক্রামনের হাত থেকে রেহাই পেতে এই টিকা নিচ্ছেন । ভোটের সময়ে অধিক সংখ্যক মানুষের আশে পাশে থাকলে ও সংক্রামন থেকে রক্ষা পাবেন।