|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : ১৪৪ আসন বিশিষ্ট কলকাতা পৌরসভার গত রবিবার ছিল নির্বাচন আর সেই নির্বাচনে দশ নম্বর বুরোর নির্বাচনের দায়িত্ব পালন করেন জয়নগর দু’নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক মনোজ মল্লিক। নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর তিনি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভার জয়নগর দুই ব্লক অফিস সংলগ্ন গভর্মেন্ট কোয়াটারে ভোর পৌনে তিনটার সময় আসেন। হঠাৎ তিনি অসুস্থ অনুভব করলে পরিবারের লোকজন পাশেই থাকা নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পরিবারের লোকজন নিয়ে যায়। হৃদরোগে আক্রান্ত হন তিনি, চিকিৎসারত অবস্থায় মারা যান। স্ত্রী ছেলে ও মেয়েকে রেখে না ফেরার দেশে চলে গেল, তাঁর মৃত্যুর খবর জানা-জানি হতেই গোটা জয়নগর এলাকায় নেমে আসে শোকের ছায়া। মনোজ বাবুকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বারুইপুর মহকুমা শাসক,জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর পঞ্চায়েত সমিতির সভাপতি মোনাজাত খান, শিক্ষক সাহাবুদ্দিন সেখ, জয়নগর থানার আইসি অতনু সাঁতরা, পঞ্চায়েত সমিতির সকল সদস্য-সদস্যা সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ। কর্মজীবনে তিনি মালদহ ২ ব্লকের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির দায়িত্ব গ্রহণ করেন, পরে পূর্ব মেদিনীপুর দেশপ্রাণ ব্লক থেকে দুই হাজার কুড়ি সালে ১৮ ই নভেম্বর জয়নগর দুই পঞ্চায়েত সমিতির দায়িত্বভার গ্রহণ করেন। নদিয়ার কল্যাণী থেকে কর্মসূত্রে তিনি বিভিন্ন ব্লকে দক্ষতার সহিত প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।
দশটি অঞ্চল জয়নগর বিধানসভার ছয়টি অঞ্চল ও কুলতলি বিধান সভার চারটি অঞ্চলের অধীনস্থ জয়নগর দুই পঞ্চায়েত সমিতির সর্বস্তরের মানুষের কাছে তিনি জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। পিছিয়ে পড়া অঞ্চল গুলি উন্নয়নের ছোঁয়ায় সাজিয়ে গুছিয়ে দেওয়ায় সাধারণ মানুষের দুঃখ দুর্দশা অনেকাংশে কমাতে সক্ষম হয়েছিলেন আর তার মৃত্যুতে একদিকে যেমন ক্ষতি হলো ব্লকে, তেমনি উন্নয়নের নিরিখে পিছিয়ে পড়বে জয়নগর দু’নম্বর ব্লক এমনই আশা ব্যক্ত করেছেন এলাকার মানুষজন ।