ডায়মন্ড হারবারে আসার পথে বিজেপি রাজ‍্য সভাপতি জেপি নাড্ডার কনভয়ের উপর হামলা

নবাব মল্লিক, ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারে আসার পথে বিজেপি রাজ‍্য সভাপতি জেপি নাড্ডার কনভয়ের উপর হামলার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ডায়মন্ড হারবারে দলীয় কর্মীসভা থেকে তিনি বলেন, আমার কনভয়ের প্রত্যেকটি গাড়িতেই হামলা হয়েছে। আমি বুলেটপ্রুফ গাড়িতে ছিলাম বলে সুরক্ষিত আছি। রাজ্যে গুন্ডারাজ চলছে। এই অসহিষ্ণু পরিবেশ ও অরাজকতা শেষ হওয়া দরকার। চিরদিন এটা চলবে না। মমতাজীর সরকার যেতে চলেছে, এবার খেলবে পদ্ম। এ রাজ্যে গণতন্ত্র আমরাই প্রতিষ্ঠা করব। বাংলার সংস্কৃতি, ভাষা ও শব্দ এবং সততার কথা সবাই জানে। আগে দেশের পথ দেখাতো বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সেই সম্মান নষ্ট করছে। আমরা বাংলার সেই সম্মান পুনরুদ্ধার করব এবং সোনার বাংলা গড়ব।’ তৃণমূলকে আক্রমণ করে নাড্ডা আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কি এই ভাষা শিখিয়েছেন, ঋষি অরবিন্দ কি শিখিয়েছেন? এই অপসংস্কৃতির ভাষা কে শিখিয়েছে ? আপনারা আজ সবাই জানেন। বাংলার জনগনকে বলব, আপনারা এগিয়ে এসে এই অপসংস্কৃতিকে দূরে সরান। আগামী দিনে ডায়মন্ড হারবারেও পদ্ম ফুটবে।’