|
---|
সেখ সামসুদ্দিন, ১৯ আগস্টঃ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে মেমারি ১ ব্লক ও পঞ্চায়েত সমিতির রাখি বন্ধন উৎসব পালন করা হয়। মেমারি ১ ব্লকের নিমো ২ অঞ্চলের কেন্না সায়ের পাড়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জিলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, সহ-সভাপতি বসন্ত রুইদাস, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মহঃ মহসিন, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, কৃষি কর্মাধ্যক্ষ সমীরণ মজুমদার, শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, খাদ্য কর্মাধ্যক্ষ গীতা দাস, ব্লকের যুব কল্যাণ আধিকারিক, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পথ চলতি সাধারণ মানুষ ও গাড়ি চালকদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয় এবং সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়।