যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ

সংবাদদাতা : হুগলি জেলার পুড়শুড়া ঘোলদিগরুই যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, দুঃস্থ,অসহায় পরিবার গুলির মাঝে খুশির উৎসব ঈদ‌ উপলক্ষে উপহার স্বরূপ দুই শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র উপহার তুলে দেওয়া হ‌য়।এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড়া থানার অফিসার বিনিয় ঘোষ, .অপ্মা সাঁতরা, খানাকুল থানার অফিসার ইরফান মন্ডল,
দ্যা ন্যাশনাল ইনস্টিটিউট এর ডাইরেক্টর মাওঃ জামাল উদ্দিন,বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সৈয়দ মাওঃ আব্দুল হাই,শিক্ষক তাজ আহমেদ, শিক্ষক আলতাব হোসেন,চেতনা স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অভিজিৎ মান্না,প্রধান শিক্ষক উওম কুমার খান,
বিশিষ্ট সাংবাদিক অনুপ কুমার চ্যাটার্জী,আরিফুল বাদশা,বন্ধুবর রাফে সুরুর ,সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক তথা আল‌আমিন মিশনের সিনিয়র শিক্ষক ইকবাল ইমাম মহাশয় সহ সমাজের বিশিষ্টজনেরা।ঘোলদিঘরুই যুব মিলন ফাউন্ডেশনের সম্পাদক নাজিম উদ্দিন বলেন আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের হাতে বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়, এই পরিবারে গুলির সাথে আনন্দ ভাগ করে নিতে পেরে ঘোলদিগরুই যুব মিলন পরিবার খুবই আনন্দিত ও গর্বিত। এই ফাউন্ডেশন সারাবছর ধরে সামাজিক কাজ করে থাকি।মূল উদ্দেশ্য হল মানুষের পাশে থাকা এটা আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্যবোধ বলে মনে করি।