জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সফল হয়ে চমক রাজমিস্ত্রির ছেলে রাহুল সেখের

নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ : জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে চমক দিলেন জঙ্গিপুরের মঙ্গলজোন এলাকার রাহুল শেখ। পিতা রাজমিস্ত্রি। মা গৃহবধু। পরিবারের দুরাবস্থা কাটিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ায় আনন্দের জোয়ার জঙ্গিপুরে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। সেখানেই রাহুল শেখ ১২ তম স্থান অধিকার করেছেন। নিতান্তই দারিদ্র্য পরিবার থেকে উঠে এসে মুর্শিদাবাদের সুতির আহিরণের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশুনা করে রাহুল সেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদ।