|
---|
নিজস্ব সংবাদদাতা :পৌষ মেলাই আইনী পরিসেবা কতৃপক্ষের স্টলের সূচনা করলেন জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভ্রনীল নিয়োগী, উপস্থিত ছিলেন দফতরের সচিব বিচারক মহম্মদ রুকনুউদ্দীন। বোলপুরের পৌষ মেলায় ছয়দিন ধরে চলবে এই স্টল।
মেলাতে পুরুষ, মহিলা সহ যে কেউ বিনামূল্যে আইনী পরিসেবা পাবে এই মেলার স্টলে বলে জানান ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ। এবারে শান্তিনিকেতনের ভূবনডাঙ্গা মাঠে পৌষমেলা না হলেও প্রশাসনের উদ্যোগে বোলপুরের ডাকবাংলো মাঠে ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির স্টল হয়েছে। ডাক বাংলো ময়দানের দক্ষিন দিকের এই স্টলে সাধারন পুরুষ, মহিলা সহ শিশু যে কেউ বিনামূল্যে আইনী পরিসেবা পাবে এই স্টল থেকে।