|
---|
নিজস্ব সংবাদদাতা : নদীয়া জেলার চাপড়া থেকে প্রকাশিত ডা. নজরুল ইসলাম বিশ্বাস সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘যুগধারা’ আয়োজিত সাহিত্য সভা অনুষ্ঠিত হয়ে গেল গত ১লা ফেব্রুয়ারি ২০২৫ শনিবার। এই অনুষ্ঠানে যুগধারার সম্পাদক কবি নজরুল ইসলাম বিশ্বাসের তিনটি কাব্যগ্রন্থ এবং যুগধারার নদী বিষয়ক বিশেষ সংখ্যার উদ্বোধন হয়। পাশাপাশি এদিন একটি আলোচনাসভা এবং গুণীজনদের সম্মাননা জ্ঞাপন ও সংবর্ধনা দেওয়া হয় যুগধারা পত্রিকার তরফ থেকে। চাপড়া পঞ্চায়েত সমিতির সভাঘরে আয়োজন করা হয়েছিল এই সাহিত্য সভাটির। বৃক্ষ রোপণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ ড.পবিত্র সরকার। সভাপতিত্ব করেন চাপড়া জনপদের বিশিষ্ট কবি, শিক্ষাবিদ নূরউদ্দিন বিশ্বাস। এছাড়াও অতিথিদের মধ্যে বিশিষ্ট যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন— কথা সাহিত্যিক আনসারউদ্দিন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইফুল্লাহ, বিশিষ্ট কবি ও ‘আনন্দম’ সাহিত্য পত্রিকার সম্পাদক রামপ্রসাদ মুখোপাধ্যায়, চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জী, সমাজসেবী বিকাশ মণ্ডল, সুকদেব ব্রহ্ম, সংস্কৃতিপ্রেমী সুরঞ্জন মন্ডল, শিক্ষক দিলীপ সিংহ, ফজলুর রহমান, ইসমাইল শেখ, সত্যচরণ মন্ডল, কবি হজরত আলী, শিক্ষক আব্দুস সালাম, সাহিন বিশ্বাস, মোস্তাকিম সেখ প্রমুখ।
যুগধারার নদী বিষয়ক বিশেষ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট নদী আন্দোলন-কর্মী এবং চিকিৎসক যতন রায়চৌধুরী। অন্যদিকে যুগধারা স্মারক সম্মান-২০২৪ প্রদান করা হয় ড. পবিত্র সরকার, বিধায়ক রুকবানুর রহমান, ক্রীড়াবিদ কাঞ্চন সেনগুপ্ত, অধ্যাপক ড. সাইফুল্লা, ডা. সৌরেন পাঁজা, লেখক সুকুমার পাল, কবি সেরিনা খান, সমাজসেবী হাফিজুর রহমান এবং সাংবাদিক কুতুব আহমেদকে।
ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নথিভুক্ত চাপড়ার বিস্ময় বালক তিন বছরের শ্রেয়ান শর্মাকে বিশেষ স্মারক প্রদান করা হয় এদিন। এছাড়াও ২০২৪ সালে চাপড়া ব্লকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
কবি ও শিক্ষক ডা. নজরুল ইসলাম বিশ্বাসের তিনটি কাব্যগ্রন্থ ‘আমার অগোচরে যে আলো’ প্রকাশ করেন ড. পবিত্র সরকার। অন্যদিকে ‘রবে তুমি রব আমি’ প্রকাশ করেন ড. সাইফুল্লাহ এবং ‘স্তুতি’ কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিধায়ক রুকবানুর রহমান।
‘মানব অস্তিত্ব ও মানবিক বোধ’ বিষয়ে আলোচনা করেন পবিত্র সরকার এবং ‘গ্রাম্য জীবনে পত্রপত্রিকার ভূমিকা’ বিষয়ে বক্তব্য রাখেন ড. সাইফুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ডা. নজরুল ইসলাম বিশ্বাস। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন শিক্ষিকা তৃষ্ণা শীল। উদ্বোধনী সংগীত হিসেবে কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘নদী’ কবিতার গীতিরূপ পরিবেশন করেন সংগীতশিল্পী সাধন পাত্র। অনুষ্ঠান সঞ্চালন করেন ডা. সারিকুল ইসলাম। স়ংক্ষিপ্ত আলোচনা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিশিষ্ট আইনজীবী নজরুল হক।