যুগ সাগ্নিক এর জেলায় জেলায় কবিতা উৎসব

সুর ইসলাম: বর্ধমান : ৪জুন, যুগ সাগ্নিক ত্রৈমাসিক সাহিত্য ও সংস্কৃতি পরিবারের পক্ষ থেকে জেলায় জেলায় কবিতা উৎসব শুরু হয়েছে ১৪২৯ সালে। তার‌ই অঙ্গ হিসাবে পূর্ব বর্ধমান জেলা কবিতা উৎসব অনুষ্ঠিত হল বর্ধমান শহরের গুডশেড রোডে অবস্থিত জাগরি হলে ০৪ জুন শনিবার বিকালে। জেলা তথ্য আধিকারিক রাম শঙ্কর মন্ডল ছিলেন প্রধান অতিথি। এছাড়া অরিজিৎ মুখার্জী,বৈদ্যনাথ কোনার, কাশীনাথ গাঙ্গুলী,অনন্ত মন্ডল, সুজিত চট্টোপাধ্যায়,তপন জ্যোতি চৌধুরী, নিখিল কুমার চক্রবর্তী, অরবিন্দ সরকার, শৈবাল মুখোপাধ্যায়,কুশল দে,শ্যামাপ্রসাদ চৌধুরী, অশোক বর্মণ,তাপস ভূষণ সেনগুপ্ত, মিনতি গোস্বামী,সায়ন্তী হাজরা, সৌম্য পাল,সুরমান আলি মল্লিক, সুফি রফিক উল ইসলাম,সেখ হাসানুজ্জামান, সেখ জাহাঙ্গীর, সদরুল আলম,সেখ সাবের আলি,সেখ হাফিজুল ইসলাম, শিবরাম মজুমদার, নমিতা রাউত, আসিয়া খাতুন, পার্বতী মিত্র, তাপস ময় পাল, অভিজিৎ বেজ, উত্তম কর্মকার, রমাকান্ত পাঁজা, ভাস্কর দাস,সেখ মালেক জান,সেখ ফজলুল হক, দীপঙ্কর বিশ্বাস, এহসান সনম, হাফিজুর রহমান, চিরঞ্জীব ঘোষ প্রমুখ প্রায় শতাধিক কবি -সাহিত্যিক-সংস্কৃতি প্রেমী মানুষ এই কবিতা উৎসবে উপস্থিত ছিলেন।