|
---|
আজিম শেখ ,নতুন গতি,বীরভূম : জেলায় জেলায় পথে নামতে শুরু করেছে বহু লোকজন দাবি একটাই ধর্ষকদের ফাঁসির চাই। মীর মনি (নিউটন )আমাদের জানান
বীরভূম জেলার লোহাপুরে গ্রীন আর্মি নামে একটি সমাজ সেবী দল এই এলাকার বিভিন্ন ভালো কাজের সাথে দীর্ঘ দিন যুক্ত তাই আজ ছাত্র যুব এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সঙ্গে নিয়ে এই ধিক্কর মিছিল ও সভা করল গ্রীন আর্মি । হায়দারাবাদ,ঝাড়খন্ড,কালীঘাট সহ দেশের সর্বত্ত ঘটে থাকা বর্বরচিত নারী ধর্ষন খুন ধর্ষকদের ফাঁসি মদ সমস্ত ধরনের মাদক দ্রব্য নিষিদ্ধ পর্ন সাইট ও বিজ্ঞানে নারী দেহ প্রদর্শনী বন্ধর দাবিতে লোহাপুরের বিভিন্ন জায়গার সামনে সভা করা হল,সদ্য ঘটে যাওয়া হায়দরাবাদের তরুণীপ্রিয়াঙ্কা রেড্ডি ডাক্তারের উপর য্যৌন অত্যাচার ও পরে পুড়িয়ে মারার ঘটনাই শহরে মোমবাতি মিছিলও করা হয়।