বাগনান থানা কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাগনান হাই স্কুলে কাবাডি টুর্নামেন্ট

বাগনান: বাগনান থানা কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাগনান হাই স্কুল প্রাঙ্গণে দিবা-রাত্রি ব্যাপী একদিনে কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়।উক্ত খেলায় ১৩টি দল অংশগ্রহন করে,এই ১৩টি দলের মধ্যে উল্লেখযোগ্য যেই সব দলগুলো ছিলো তারা হল ইষ্টার্ন রেলওয়ে,সাউথ ইষ্টার্ন রেলওয়ে,ইনকাম ট্যাক্স, পোষ্টাল, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ ইত্যাদি দলগুলো অংশগ্রহণ করে।ফাইনালে কলকাতা পুলিশ ও ইষ্টার্ন রেলওয়ে এর মধ্যে খেলা হয় ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় ইষ্টার্ন রেলওয়ে।ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজ হন ইষ্টার্ন রেলওয়ের অঙ্কিত।

    এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন,বাগনান ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস,বাগনান থানা কাবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক সেখ মোমিনুর রহমান,হাওড়া জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিত সরকার,খেলরত্ন পুরস্কার প্রাপক মনিষা মেটে প্রমূখ বিশিষ্টবর্গরা।

    বাগনান থানা কাবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক সেখ মোমিনুর রহমান বলেন প্রতি বছর আমারা এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করে থাকি কিন্তু করোনার কারনে বিগত দুই বছর ধরে এই টুর্নামেন্টের আয়োজন করা সম্ভব হয়ে উঠেনি আবার এই বছর থেকে চালু করলাম এবং এটাকে প্রতিবছরের জন্য আয়োজন করা হবে।