|
---|
ইকাবুল সেখ,নতুন গতি, নদিয়া: কাব্যকন্ঠ সাহিত্য পত্রিকার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ বেথুয়াডহরি দেশবন্ধু স্মৃতি পাঠাগারের। এই অনুষ্ঠান উদ্বোধন করেন নাকাশিপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় কল্লোল বিশ্বাস মহাশয়। এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় বেলা ১ টা ১৫ মিনিটে, দেশবন্ধু স্মৃতি পাঠাগারের সংহতি ভবনে। এই অনুষ্ঠানে অনেক সম্মানীয় ব্যক্তি শহর নব কবিরা উপস্থিত ছিলেন। এবং তারা সকলেই স্বরচিত কিছু কবিতা পাঠ ও সমসাময়িক পরিস্থিতি তথা সর্বাঙ্গীণ উন্নয়নের নানান দিক তুলে ধরে ও বিভিন্ন সামাজিক কার্যাবলীর উদ্যোগ নেন। রবিবার এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনসারউদ্দিন মহাশয়, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তপন কুমার বিশ্বাস, শ্যামা প্রসাদ ঘোষ (কবি, গীতিকার,প্রাবন্ধিক),ড. দেবযানী ভৌমিক চক্রবর্তী (অধ্যাপক), দিলীপ মজুমদার (কবি ও সম্পাদক), নীলাদ্রি শেখর সরকার সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুলে দেওয়া হয় দুটি সম্মান।”কাব্য কন্ঠ গৌরব সম্মাননা ২০২১”প্রাপক: ড. দেবনারায়ণ মোদক(অধ্যাপক, প্রাবন্ধিক,গবেষক)।”কাব্যকন্ঠ গৌরব সম্মাননা ২০২১”প্রাপক: শফিকুল ইসলাম (সিনিয়র রিপোর্টার ও সাহিত্য সম্পাদক)।
এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধন পাত্র ও দিব্যদীপ মজুমদার।
কাব্যকন্ঠ সাহিত্য পত্রিকার সম্পাদক তথা কবি দীনমহাম্মদ শেখ জানিয়েছেন,”এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি সকলকে শামিল করতে পেরে তিনি খুবই আনন্দিত।