কবিগুরুর প্রয়াণ দিবসে স্মৃতিচারণ বিশ্বভারতীতে।

 

    আজিম শেখ:নতুন গতি

    সন্তু হাজরা ,শান্তিনিকতেন, ৮ আগস্ট: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভোর পাঁচটার গৌরপ্রাঙ্গনে বৈতালিক মধ্যে দিয়ে রবীন্দ্র স্মরণ সূচনা সকাল ৭ টা গুরুদেবের উপাসনা গৃহে মন্ত্র পাঠ রবীন্দ্র সঙ্গীত মধ্যে দিয়ে গুরু দেব কে স্মরণ করা হয়, মন্ত্র পাঠ করেন উপচার্য বিদুৎ চক্রবর্তী সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত কলা বিভাগের ছাত্র ছাত্রীরা, একই সঙ্গে রাজ্যের পর্যটন কেন্দ্র রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান অংশগ্রহণ করেছেন । এর পর রবীন্দ্র গৃহে একটি প্রদর্শনী উদ্বোধন করবেন উপচার্য । এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্র চিন্তা ভাবনা তে তৈরি গুরদেবের নিজের প্রতিষ্ঠা বিদ্যালয় ।এই বিশ্ববিদ্যালয় সকলে তার মত আর্দশ মেনে ।৭৭ বছর ধরে চিরাচরিত প্রথা মেনে বৃক্ষরোপণ কর্মসূচি মধ্যে দিয়ে গুরু দেব কে স্মরণ করে আশ্রম বিদ্যালয়ে সকলে ।বিকেল ৪ টা নাগাদ সন্তোষ পাঠসালা চত্বরে বৃক্ষরোপণ মধ্যে দিয়ে আজকের দিনটিকে চির স্মরণীয় করে রাখা হয় । এখানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, চিনা রাষ্ট্র দূত জি হিয়াং লু এবং উনার পরিবারের দুই সদস্য ।৮ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ।