|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : ১৮ই সেপ্টেম্বর কাবিলপুর মাদ্রাসার ভোট নির্বাচন স্থগিত রাখায় গতকাল থেকেই কাবিলপুর D.Q সিনিয়র মাদ্রাসায় বিক্ষোভ দেখাতে থাকেন বিভিন্ন দলের কর্মী সমর্থকরা। গতকালের মতো আজকেও ধর্ণায় বসেন CPIM, SDPI, এবং কংগ্রেস পার্টিরা তাঁদের দাবি আগামী ১৮ই সেপ্টেম্বর কাবিলপুর দারুল কুরআন সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনহোক। এদিন বেলা ১১টার সময় সাগরদিঘী সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ চ্যাটার্জী এবং সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত বিশ্বাস এর উপস্থিতিতে সর্বদলীয় বৈঠকে অত্র মাদ্রাসার টিআইসি জানান আমাদের মাদ্রাসার নির্বাচন বন্ধ করা হয়নি, স্থগিত রাখা হয়েছে। যথাসময়ে পুনরায় এই ভোট শান্তিপূর্ণ ভাবে হবে।