কাবিলপুর পঞ্চায়েত এর উদ্যোগে রক্তদান শিবির

রহমতুল্লাহ, সাগরদিঘী : রক্তের সঙ্কট মেটাতে এবারে মুর্শিদাবাদের সাগরদিঘীর কবিলপুর গ্রাম পঞ্চায়েত এর উদ্যোগে এবং সাগরদিঘী তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এর সহযোগিতায় প্রথম রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবারদিন কাবিলপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে মোট ৭০ জোন রক্ত দান করেন। শিবিরে উপস্থিত ছিলেন সাগরদিঘীর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ চ্যাটার্জী, মেম্বার সাগরদিঘী থানার মেজ বাবু অরিন্দম বিশ্বাস, মৃত্যুঞ্জয় সরকার, ওবাইদুর রহমান, আব্দুর রউফ, কাজেম আলি, আব্দুল বারি, এবাদত হোসেন, শাকের আলি, জের মহম্মদ, প্ৰমুখ। শিবিরে প্রত্যেক রক্ত দাতাকে মিশন গ্রীন উইনিভার্স এর পক্ষ থেকে রামচন্দ্র দাস একটি কোরে গাছ তুলে দেন, পাশাপাশি তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে মেমেন্ট, সার্টিফিকেট মেডেল দিয়ে সম্মান জানানো হয়। কাবিলপুর উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রউফ জানান একমাত্র রক্তদান শিবিরই পারে হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি মেটাতে পাশাপাশি যারা রক্ত দান করছেন তাদেরকেও ট্রাস্টের পক্ষ থেকে নজর রাখতে হবে তারা রক্ত দেওয়ার পর ঠিকমতো বাড়ি ফিরতে পেরেছে কিনা পাশাপাশি তাদের শরীর ঠিক আছে কিনা। অনেক সংগঠন আছে রক্ত নেওয়ার পর তাদের খোঁজ রাখেনা এগুলো নজর রাখতে হবে। অনেক প্রস্তুতি মহিলারা রক্তের জন্য প্রাণ হারান, তাই প্রত্যেকটি জায়গায় চলতে থাকুক রক্তদান শিবির।