কাবিলপুর স্মার্ট কোচিং সেন্টারের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,সাগরদিঘি : করোনা অতিমারির কারণে বিশ্বজুড়ে সাংস্কৃতিক ও সৃজনশীল অনুষ্ঠানের উপর নির্ভরশীল অর্থনীতিতে যথেষ্ট বিরূপ প্রভাব পড়েছে। তবে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান ধীরে ধীরে শুরু হচ্ছে। সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘিতে কাবিলপুর স্মার্ট কোচিং সেন্টারের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু তালেব,মইদুল ইসলাম, আনারুল ইসলাম,মোঃ ইমরান হোসেন, জাহাঙ্গীর আলম, রাকিবুল ইসলাম, ইজাজ আহামেদ প্রমুখ। কোচিং সেন্টারের ছাত্রী সাবিকুন নাহার ও হাসিনা খাতুনের উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে কবিতা পাঠ ,গজল, নৃত্য পরিবেশন সহ নানা আয়োজনে পরিপূর্ণ ছিল এই পর্ব।এছাড়াও ‘ বর্তমান সময়ে অনলাইন ক্লাসে মোবাইল ফোনের প্রাসঙ্গিকতা ‘ নিয়ে তর্ক-বিতর্ক পর্বও চলে। সাংস্কৃতিক অনুষ্ঠানে কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রী নাজমুন,সোনিয়া,হাসিবা, ফতেমা খাতুন প্রমুখদের অংশগ্রহণ ছিল চোখের পড়ার মতো। উক্ত অনুষ্ঠানের সমাপ্তি পর্বে আকর্ষণীয় একটি নাটিকায় অংশগ্রহণ করেন ছাত্র-ছাত্রীরা।সেই নাটিকার মূল বিষয় ছিল ‘ লকডাউন পরিস্থিতিতে শিক্ষাঙ্গণে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অচলাবস্থা ও স্কুলছুট এবং বাল্যবিবাহের প্রবণতা’। নাট্যমঞ্চে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায় সাহিনা খাতুন, মোঃ আনাস,আবিদদেরকে।সমগ্র অনুষ্ঠানটির সভাপতির দায়িত্বে ছিলেন আনারুল ইসলাম এবং অনুষ্ঠানটি সুন্দর করে যুগ্মভাবে সঞ্চালনা করেন উক্ত কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রী মোঃআনাস ও তানিয়া সুলতানা।