কয়েক শত নৌযান নিয়ে বন বিভাগের চুল কাটি ক্যাম্পের সম্মুখে মৎস্যজীবীদের বিক্ষোভ!

নুরউদ্দিন:সুন্দরবন : সুন্দরবনের হতদরিদ্র মৎসজীবীগণ জীবন রক্ষার্থে হিংস্র জন্তু, প্রাকৃতিক দুর্যোগ ও জল দস্যুর আক্রমন উপেক্ষা করে মাছ ও কাঁকড়া ধরে মৎস্যজীবীরা, তার পরেও বনদপ্তর বেআইনিভাবে মৎস্যজীবীদের হয়রানি করছে। নদীতে মাছ কাঁকড়া ধরতে যাওয়া মৎস্যজীবীদের বেআইনি ভাবে বন্য জীবজন্তু আটক রাখার কেস দিয়ে তাদের নৌকা বাজেয়াপ্ত করছে।

    কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় দেশি-বিদেশি কর্পোরেট হাউস গুলো উন্নত মানের যন্ত্র চালিত নৌযান নিয়ে বনদপ্তরের সহযোগিতায় তারা সারা বছর সমুদ্রে মাছ ধরে চলছে তাদের সহযোগীতা ও করছে বনদপ্তর। এদের উন্নত প্রযুক্তির কাছে মার খাচ্ছে গ্রামীণ মৎস্যজীবীরা।
    পুরুষানুক ক্রমে আজ ও যারা এ পেশার সাথে জড়িত তারা আজ বিপন্ন।

    এদিন সুন্দরবনের চুলকাটি ক্যাম্পের সম্মুখে অবরোধ সাউথ সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে। কয়েক শত নৌযান নিয়ে মৎস্যজীবীরা নদী অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। অন্যদিকে চুল কাটি ক্যাম্পের বাইরে এবং ভেতর দিয়ে তালা মারা হয়, ক্যাম্পের গেট আটকে থাকার ফলে ডেপুটেশন দিতে পারল না মৎস্যজীবীরা। সেই সঙ্গে মৎস্যজীবীদের অভিযোগ,যে সকল মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ করা হয়েছে তাদের বিকল্প কাজের ব্যবস্থা করা, সরকারি ঘোষণা অনুযায়ী বাঘ,কুমির,হিংস্র জন্তু এবং প্রাকৃতিক দুর্যোগের দ্বারা মৃত মৎস্যজীবী পরিবারকে চাকরির ব্যবস্থা করা, বনদপ্তরের অত্যাচার জুলুম হয়রানি ও জরিমানা নেওয়া বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে সরব হন মৎস্যজীবীরা। তবে বনদপ্তরের কোন সদ উত্তর না মেলায় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে, এমনই হুঁশিয়ারি দেন সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়ন।