|
---|
নিজস্ব সংবাদদাতা: মন্তেশ্বর থানার পার্টিকেল ডাঙ্গা এলাকা থেকে এক ছাত্রকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। মৃত ওই ছাত্রের ময়নাতদন্তের জন্য এদিন শুক্রবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ। মৃত ওই শিশুর নাম বেলোয়ার হোসেন শেখ (৯) ওরফে আসিক শেখ।
সে পার্টিকেল ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। মৃতের পরিজনদের দাবি মৃত শিশুর কাকা আবু হোসেন শেখের সঙ্গে স্থানীয় এলাকার একটি আদিবাসী মহিলার সম্পর্ক গড়ে উঠেছিল, আর সেই আদিবাসী মহিলাকে নিয়ে মৃত ওই শিশুর বাবা কয়েক দিন ধরেই এলাকা ছেড়ে বেপাত্তা। এর পরই আক্রোশবশত গতকাল স্কুল ছুটির পর তাঁর ভাইপোকে স্কুল থেকে ডেকে নিয়ে গিয়ে পার্টিকেল ডাঙ্গা কবরস্থানের কাছে নিয়ে গিয়ে খুন করে বলে অভিযোগ।ঘটনায় আবু হোসেন শেখকে আটক করেছে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।