|
---|
বাইজিদ মণ্ডল কাকদ্বীপ : প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাকদ্বীপ মহকুমা প্রশাসন এর সতর্ক রয়েছে,ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। সাইক্লোন দানার কথা মাথায় রেখে এছাড়াও ফ্ল্যাট সেল্টার ও স্কুল গুলিকে প্রস্তুত রাখা হয়েছে। এবিষয়ে কাকদ্বীপ মহকুমা শাসক মধুসূদন মন্ডল বলেন, প্রকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে মহকুমা প্রসাশন প্রস্তুত রয়েছে। সারাক্ষণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। ফ্লাট স্লেটার গুলিকেও প্রস্তুত রাখা হয়েছে। উত্তর আন্দামান সাগরে থাকা ঘূর্ণাবর্তটি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২২ শে অক্টোবর সকালে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং উত্তর-পশ্চিমে সরে আসবে। আগামী ২৩ শে অক্টোবর এটি ঘূর্নিঝড় ডানায় পরিণত হয়েছে। সম্ভাব্য ল্যান্ডফল জোন হতে পারে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলীয় অঞ্চল। আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ৯০-১১০ kmph (Gale wind) ও দমকা বাতাস ১২০ Kmph(gust) এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখনো পর্যন্ত লাল হলুদ কমলা সতর্কতা রয়েছে। বর্তমান সতর্কতা রয়েছে ওড়িশা অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার এবং উত্তর-পূর্বের রাজ্যসমূহ। যদিও সম্ভাব্য আছড়ে পড়া অঞ্চল চিহ্নিত হয়নি। পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের যেকোন স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আগামী ২৩ অক্টোবর থেকেই প্রভাব পড়তে শুরু করবে। ল্যান্ডফল ২৪ অক্টোবর হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সাইক্লোন দানার কথ মাথায় রেখে শিয়ালদাহ অর্থাৎ পূর্ব রেলওয়ে ডিভিশন সিদ্ধান্ত নিয়েছে ২৪ তারিক রাত আট টা থেকে ২৫ তারিখ সকাল ১০ টা পর্যন্ত কোনো ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে না। গাঙ্গেয় উপকূলে বিধ্বংসী ভাবে ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া দপ্তর।তাই দক্ষিণ ২৪ পরগনা জেলা ও সাগর ব্লক প্রশাসনের উদ্দেশ্যে ২৪ ও ২৫ অক্টোবর বৃহ: ও শুক্রবার লোট নম্বর ৮ থেকে কচুবেরিয়া ফেরি পরিষেবা সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে, প্রশাসনের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত। WBSEDCL এর হেল্পলাইন নম্বর
8900793503, 8900793504 Toll free 19221, হোয়াটসঅ্যাপ-
84337191211
CESC helpline number 033 35011912,
033 44031912, 18605001912, 1912 হোয়াটসঅ্যাপ 7439001912