বীরভূমের কাঁকড়তলা থানার পুলিশি তৎপরতায় চব্বিশ ঘণ্টায় বামাল সহ দুস্কৃতীদের গ্রেপ্তার

সেখ রিয়াজ উদ্দিন, নতুন গতি, বীরভূম: গতকাল দিনের বেলায় বীরভূম জেলার কাঁকড়তলা থানার বড়রা গ্রামের বন্ধন ব্যাঙ্কের শাখা থেকে জামালপুর গ্রামের দিলেরা বিবি তার ছেলে সেখ সাহেব এর মোটর বাইকে ত্রিশ হাজার পাচশ টাকা লোন নিয়ে বাড়ি ফেরার পথে দুস্কৃতিদের কবলে পড়ে মোটরসাইকেল, টাকা সর্বশ্য কেড়ে নেয়। বিবরনে প্রকাশ বড়রা গ্রাম থেকে জামালপুর যাবার পথে পুরাতন সেতুর কাছে তিনজন ছিনতাইবাজ তাদের পথ আটকায়।তারা ভয় দেখিয়ে টাকা মোবাইল ও মোটরবাইক নিয়ে চম্পট দেয়।দিলেরা বিবি জানান ছিনতাইয়ের সময় টানাহেচড়া করাতে তিনি মাটিতে পড়ে গেলে, হাতে আঘাত লেগে রক্ত ঝরতে থাকে।টাকা না দিতে চাওয়ায় ধারালো ছুরিয়ে দেখিয়ে প্রানে মারার হুমকি দেয় বলে জানান সেখ সাহেব।সেই সময়ে চিৎকার চেঁচামেচি হলে স্থানীয় মানুষজন ছুটে এসে সেখ মনিরুল নামে এক ছিনতাইকারী কে ধরে কাঁকড়তলা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ আহত দিলেরা বিবি কে স্থানীয় নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান। দিলেরা বিবি কাঁকড়তলা থানায় লিখিত অভিযোগে জানান তার কাছ থেকে নগদ ত্রিশহাজার পাঁচশত টাকা ও মোটর বাইক নিয়ে দুস্কৃতীরা চম্পট দেয়। কাঁকড়তলা থানার ওসি জাহিদুল ইসলাম আটক সেখ মনিরুল কে জিজ্ঞাসা করে অপর দুই অভিযুক্তের খোজে রাতভর তল্লাশি চালিয়ে সেখ মিলন ও সেখ গিয়াসউদ্দিন ওর্ফে পিন্টুকে টাকা গাড়ি সহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। কাঁকড়তলা পুলিশ অভিযুক্ত তিনজন কেই ভারতীয় দন্ডবিধির ৩৯২ ধারায় ছিনিতাইয়ের মামলা রুজু করে দুবরাজপুর আদালতে পাঠায়। চব্বিশ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া মোটরবাইক, টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের তৎপরতার প্রশংসা করেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা সেখ সালামত, সেখ আনোয়ার, উত্তম ঘোষ, মৃত্যুঞ্জয় চ্যাটার্জী রা বলেন কাখড়তলা থানার ওসি অত্যন্ত দ্রুততার সাথে যে ভাবে খোয়া যাওয়া বাইক, টাকা উদ্ধার করলেন তা খুবই প্রশংসনীয়। পুলিশের এরকম পদক্ষেপে এলাকায় চুরি ছিনতাই অনেকাংশে কমবে বলেও তারা আশাবাদী। ওসি জাহিদুল বাবু বলেন তার এই তল্লাশি অভিযানে পুলিশের সাথে এলাকার সাধারণ মানুষ ও যথেষ্ট সহযোগিতা করেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।