|
---|
সংবাদদাতা : আস্ সাদিক এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ও অলবেঙ্গল ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এন্ড চারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে ১৬নভেম্বর,শনিবার হুগলির পান্ডুয়ায় ওয়াকফ সংশোধনি বিলের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা হয়ে গেল। বহু ইমাম ও উলামা হজরত উপস্থিত হয়েছিলেন। অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফ এর ভুমিপুত্র আবু আফজাল জিন্না তার জ্বালাময়ী বক্তব্যে বলেন কেন্দ্রের যে ওয়াকফ সংশোধনি বিল আনছে তা অন্যায় করছে তার জন্য সমস্ত বিরুধি সংসদরা প্রতিবাদ করুক ও জে পি সি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করুক। কোনো সংসদ বলছেন আমরা তাদের সঙ্গে আলোচনায় বসব না,এটা চরম ভুল হবে। মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ সমস্ত ছোট বড় দায়িত্বশীল সংগঠন এর তিব্র প্রতিবাদ করছে।আমরা কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করি পাশাপাশি রাজ্যের ওয়াকফ সম্পত্তির জবরদখল ও কর্পোরেট দের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে ও সিন্ডিকেট রাজ চলছে সেটার ও তিব্র প্রতিবাদ জানায় উলামা হজরত গন।রাজ্যে কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে সেগুলো উদ্ধার করতে হবে ও মুসলিম কওমের উন্নতির জন্য ব্যবহার করতে হবে। উপস্থিত ছিলেন, মৌলানা হাফেজ রফিকুল ইসলামফাতেহী , হাফেজ জয়নাল আবেদীন, মৌলানা আক্কাস , হাফেজ সাবির সহ অনেক সংগ্রামি সাথি ভায়েরা ছিলেন। উক্ত সভার সভাপতিত্ব করেন মৌলানা নজরুল ইসলাম কাসেমী,ও তাঁর ই দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।।