|
---|
বাবলু হাসান লস্কর: দিনের পর দিন বৃষ্টির ফলে ভাসছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকা। বিস্তীর্ণ অঞ্চলে বহু ধান জমিতে এখনো জলে থই থই করছে। গতকাল শুক্রবার রাতে আচমকা ৪০ মিনিট প্রবল বৃষ্টিতে
কোথাও কোথাও বিঘার পর বিঘা জমির কাটা ধান জলে ভাসছে। এই চিত্র বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের। বিশেষ করে এই উচ্চ ফলনশীল ধানে জল পড়লে অংকুর বার হতে শুরু করে তার ফলে সৃষ্টি হয় ধান নষ্ট হওয়ার উপক্রম।
পাকা ধান কয়েক দিন জলে ডুবে থাকায় ধান লাল হয়ে যাচ্ছে এই লাল ধান কেউ কিনতে ঢাইবে না। এর ফলে ধান চাষীদের ব্যপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ।
এমতাবস্থায় সরকারই একমাত্র ভরসা।সরকার যদি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে চাষীদের পরিস্থিতি পর্যালোচনা করে ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তবেই পরবর্তী চাষ এবং সংসার প্রতিপালন করতে পারবে ইন্দাস ব্লকের বিভিন্ন গ্ৰামের চাষীরা, নয়তো পরিবার পরিজন নিয়ে আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে সেই ভেবে দিশেহারা চাষীমহল।বিশেষ করে কীটনাশক সাহ বাকি টাকায় সময় মত তা পরিশোধ করতে হবে। এই ধান তুলে দেনা শোধ করতে হবে এই দেনা না দিতে পারলে মানসিক দুশ্চিন্তায় ভুগবে চাষীরা।