|
---|
নতুন গতি,কালিয়াচক: হাজী সামসুদ্দিন আহমেদ মেমোরিয়াল ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার কালিয়াচক -১ ব্লকের জালালপুর গ্রামপঞ্চায়েতের বালুয়াচরা মহাজনপাড়ায় নবী প্রিয় রসুল মোহাম্মদ ( সা: ) এর জন্মদিন উপলক্ষে আলোচনাচক্র ও কালিমুল্লাহ সিদ্দিকী (র:) স্মরণে দোয়া মজলিশ সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের প্রধান বক্তা মুফতি মৌলানা সাইফুল্লাহ সিদ্দিকী সাহেব অসুস্থতার জন্য উপস্থিত থাকতে না পারলেও উপস্থিত ছিলেন তাঁর সুসন্তান সায়াদান সিদ্দিকী । প্রারম্ভিক ভাষনে সংস্থার প্রধান পৃষ্ঠপোষক মোহা: আব্দুল কাইয়ুম বলেন, আমরা চাই গ্রামের প্রতিটি মানুষ সুশিক্ষা, নারী সচেতনতা, গরীব ও দুস্থ মেধাবীদের বই ও বৃত্তি , বিধবা ও এতিম অসহায়দের জন্য সহায়তা প্রদান , সংস্কৃতি ও দ্বীনি কাজের মাধ্যমে আলোর মশাল জ্বলুক এলাকায় । তারই লক্ষ্যে এই অনুষ্ঠান। ভালো কাজ হল ইহকাল পরোকাল উভয় জগতে শান্তি ও অনাবিল আনন্দ বয়ে আনে বার্তা তুলে ধরে প্রতিবারের মতো এবার ও সমাজের মানুষের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট । শুরুতে সংস্লিষ্ট হাজিয়ান বিলকিশ আরা বেগম মহিলা মাদ্রাসার ছাত্রীরা কেরাত পাঠ করে । জনাব মৌলানা ফরজ আমিন সানে রসুল আলোকপাত করেন। অনুষ্ঠানের শেষে পীর কালিমুল্লাহ সিদ্দিকী স্মৃতি পুরস্কার প্রদান করা হয় নয়াগ্রাম জামে মসজিদের মোয়াজ্জীন মুন্সি জোহর আহমেদকে। গ্রামের তিন কৃতি মাধ্যমিকে মহ: কাইফে আজম 653 নম্বর, রুহুল আমিন প্রাপ্ত নম্বর 615 , উচ্চ মাধ্যমিকে জাবিউল্লাহ সিদ্দিক 465 সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক আবদুল লাহিল মারুফ , সভাপতি নজরুল ইসলাম, ইসলাম আলি, হাজী লুৎফুর রহমান, হাজী আক্রাম সহ অনেকে।
সাা