by নতুন গতি
|
---|
নাজমুস সাহাদাত , কালিয়াচক: শুক্রবার কালিয়াচকে সাড়ম্বরে পালিত হল বাংলা বর্ষবরণ অনুষ্ঠান । গৌড়বঙ্গ নব-দিগন্ত সংঘের উদ্যোগে এবং কালিয়াচক শিল্পী সংসদ ও বেসরকারি বেশ কয়েকটি মিশনের সহযোগিতায়
মিশনের ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে বাংলা নববর্ষ উৎসব পালিত হয় । এদিন সকালে কালিয়াচক বনি চাইল্ড মিশন থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও রাষ্ট্রীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ এই শোভাযাত্রা হাঁটেন শিক্ষারত্ন শিক্ষিকা তানিয়া রহমত, বিশিষ্ট চিকিৎসক হাজেরুল ইবকার, কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আসগার , কালিয়াচক থানার এস আই মৌসুমি রায়, নব দিগন্ত সংঘের সভাপতি শুভ্র জ্যোতি দত্ত ও ম্যানেজার ঈসা বিশ্বাস । এই শোভাযাত্রাটি কালিয়াচকের চৌরঙ্গী হয়ে নজরুল ভবনে এসে শেষ হয় । এছাড়াও এদিন তারা কালিয়াচক নজরুল ভবনে বাংলা নববর্ষ উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান এরও আয়োজন করা হয় ।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, প্রথমত আমার পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের যে শোভাযাত্রার যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যিই আজকে আমাদের খুব আনন্দ লাগছে। মানুষ তাদের জীবনের বিভিন্ন কাজকর্মে ব্যস্ততার মাঝেও উৎসব আনন্দে মেতে উঠছে আজকে নববর্ষের উৎসবে কালিয়াচক বাসির মন মেতে উঠেছে । এটা অত্যন্ত আনন্দের ও গর্বের । এইরকম অনুষ্ঠানের সমস্ত রকম সহযোগিতা আমাদের তরফ থেকে করা হবে।
কালিয়াচক থানার এস আই মৌসুমী রায় তিনি তার বক্তব্যে বলেন , শুভ নববর্ষ বাঙালির একটা অন্যতম উৎসবের দিন এই দিনটিতে আমরা সকল ছাত্র-ছাত্রী ও মন্ত্রীসহ প্রভাতফেরির মাধ্যমে উদযাপিত করলাম এটা অত্যন্ত আনন্দের ।
শিক্ষাব্রতী তানিয়া রহমত বলেন , আজ বাংলা নববর্ষ উৎসব উপলক্ষে কালিয়াচক গৌড় বঙ্গ নব দিগন্ত ও কালিয়াচক শিল্পী সংসদের সামগ্রিক পরিচালনায় কালিয়াচকের ৭ টি বেসরকারী স্কুল , ২ টি নৃত্যালয়ের আন্তরিক প্রয়াস ও ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠিত হলো নৃত্য সঙ্গীতে ভরপুর সুসজ্জিত প্রভাত ফেরী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের শোভাযাত্রায় সঙ্গীতের তালে তালে খুদে শিল্পীদের নৃত্য ও শুভ নববর্ষের আদলে সুসজ্জিত প্রভাত ফেরী কালিয়াচক বাসির মন জয় করেছে। প্রত্যেকের সহযোগীতা প্রশংসনীয়। আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল সংস্কৃতিমনস্ক মানুষদের আন্তরিক উপস্থিতি যা চোখে পড়ার মতো ও প্রশংসার দাবী রাখে। সত্যিই আমাদের অন্যতম সামাজিক উৎসব বাংলা নববর্ষ। আজ আমার মনে হয়েছে পারস্পারিক প্রীতির মেলবন্ধন, অনাবিল আনন্দলাভ এই উৎসব কে সার্থক করে তুলেছে ।