নৈশ বিদ্যালয় এর মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণের উদ্যোগ কালিয়াচক কলেজের

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মালদা: কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডঃ নজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো ত্রিপাক্ষিক আলোচনা বৈঠক। কালিয়াচক ১ নম্বর ব্লকের আলিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মারুপুর গ্রামের রাইসা মিশন বিদ্যালয়ে। কলেজ কর্তৃপক্ষ, গ্রাম পঞ্চায়েত পক্ষ, সামাজিক নেতৃত্ব মিলে সিদ্ধান্ত গৃহীত হলো আগামী মে মাসের তৃতীয় সপ্তাহে আরম্ভ হবে বয়স্ক দের নিয়ে নৈশ বিদ্যালয়। নাম দেওয়া হয়েছে নিরক্ষরতা দূরীকরণ কেন্দ্র, মারুপুর। ভোটের পরে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়ে গেলে আরম্ভ হবে এই নৈশ শিক্ষা কেন্দ্র। এই অনুষ্ঠানটি আয়োজন করেন কালিয়াচক কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) এর প্রোগ্রাম অফিসার সায়েম আহমেদ এবং ন্যাশনাল ক্যাডেট কোর্স (এনসিসি) এর কেয়ার টেকার অফিসার ডঃ মুজতবা জামাল। বিশেষ সহযোগিতায় রয়েছেন কলেজের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টার এর দায়িত্বপ্রাপ্ত বাংলা বিভাগীয় শিক্ষক জিয়াউল হক এবং এক্সামিনেশন কমিটির সদস্য ও আরবি বিভাগীয় শিক্ষক আনোয়ারুল ইসলাম। অধ্যক্ষ প্রফেসর নাজিবুর রহমান বলেন এই নিরক্ষরতা দূরীকরণ জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ কাজ নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা দায়িত্ব সকল সচেতন নাগরিকের। এই সভায় আলিপুর-২ গ্রাম পঞ্চায়েতের সদস্য সাদেক মমিন, মারুপুর গ্রামের সরদার সালেক, মমিন রাইসা মিশন বিদ্যালয় এর কর্ণধার সামিউল মমিন সহ শিক্ষা সচেতন ব্যক্তিবর্গ সহমত পোষণ করে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    কালিয়াচক কলেজ কে এই উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য কালিয়াচক কলেজ এই পশ্চাদপদ মারুপুর গ্রামটিকে দত্তক হিসেবে গ্রহণ করেছে বিশেষ উন্নয়নের জন্য। অধ্যক্ষ মহাশয় যোগাযোগ করলে এই কলেজের অ্যাডমিনিস্ট্রেটর ও মালদা জেলা সদরের এসডিও সুরেশ চন্দ্র রানা এই ধরনের সমাজ উন্নয়নমূলক কাজে উৎসাহিত করেন। এবং নিরক্ষরতা দূরীকরণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।