|
---|
- সংবাদাতাঃ কালিয়াচকের মোজমপুর ফুটবল ময়দানে জমজমাটভাবে শেষ হল আলিপুর-২ জোনের বার্ষিক শিশু ক্রীড়া উৎসব। এই উৎসব ঘিরে শিশু ও শিক্ষা মহলে উৎসাহ ছিল তুঙ্গে। এলাকার শিক্ষ কদের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ নেওয়া হয় যাতে শিশুদের পুরস্কার ও খাওয়া নিয়ে শিশু প্রতিযোগিরা খুশি হয়। প্রতিযোগিদের দেওয়া হয় শীতের চাদর, হটপট eসহ দামী সামগ্রী। ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচকের বিডিও সন্দীপ ঘোষ, অবর বিদ্যালয় পরিদর্শক তারিকুল ইসলাম, প্রধান পারভিন বিবি , ক্রীড়া সম্পাদক হায়দার আলী, সাইদুল ইসলাম, আবদুল মান্নান , জয় আওয়াল সহ অনেকে।