কালিয়াচক হাই স্কুলের উদ্যোগে “দুয়ারে শিক্ষক কর্মসূচি “

কালিয়াচক হাই স্কুলের উদ্যোগে “দুয়ারে শিক্ষক কর্মসূচি”

    নাজমুস সাহাদাত , কালিয়াচক: সারা পৃথিবী জুড়ে করোনা মহামারী পরিস্থিতিতে  শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে পঠন পাঠন বন্ধ ছিল প্রায় দু’বছর। করোনা অতিমারীকে হারিয়ে চলতি বছরের নভেম্বরে চালু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন ।  তাই ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার পাশাপাশি করোনা সচেতনতায় এক অভিনব উদ্যোগ নিয়ে অভিভাবকদের দুয়ারে হাজির  কালিয়াচক হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

    এদিন সরকারি নির্দেশ মত  ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করার উদ্যোগে কালিয়াচক হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন এলাকার ছাত্রছাত্রী ও অভিভাবকদের দুয়ারে দুয়ারে প্রচার করেন তারা। সোমবার কালিয়াচক চৌরঙ্গী , সুলতানগঞ্জ বাজার, খাস চাঁদপুর , দালাল মোড়  এলাকা সহ বিভিন্ন গ্রামে পৌঁছে এই “দুয়ারে শিক্ষক কর্মসূচি” পালন করা হয়৷ এই অভিনব উদ্যোগের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তোলা। কারণ নবম শ্রেণিতে পাঠরত অনেক ছাত্রছাত্রীদের রেজিষ্ট্রেশন এখনও হয়নি। তাদের কে শিগগিরই স্কুলে যোগাযোগ করতে বলা হচ্ছে। আগামী ১৬/১২/২১ থেকে বিদ্যালয়ের দশম ও দ্বাদশ শ্রেণির টেস্ট পরিক্ষা শুরু হচ্ছে যারা এখন পর্যন্ত  পরিক্ষার রুটিন সংগ্রহ করতে পারেনি তাদের কে সেগুলো সংগ্রহ করতে বলা হচ্ছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে প্রজেক্ট এর খাতা জমা করতে বলা হচ্ছে ।


    উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ,  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আসগর মহাশয়, সহকারি শিক্ষক মোস্তাক আহমেদ,  রাজেন্দ্র নাথ চৌধুরী,  বিমল চন্দ্র বিশ্বাস,  রবীন্দ্রনাথ রায়, আনিকুল আলম, হোসেন আলী , আব্দুল আহাদ , ভাস্বতী সরকার , পিউলি পান্ডে মহাশয়া প্রমুখ।

    স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আসগার মহাশয় জানান , এই বছরের গত মাস থেকে স্কুলে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেনির ছাত্রছাত্রীদের পঠন পাঠন শুরু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তেমন ছাত্র সংখ্যা উপস্থিতি দেখতে পাচ্ছি না।  এরফলে আমরা “দুয়ারে শিক্ষক কর্মসূচি” করে অভিভাবকদের দুয়ারে গিয়ে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠানোর জন্য আহবান করলাম । এবং নবম শ্রেণির যেসমস্ত ছাত্রছাত্রীদের রেজিষ্ট্রেশন হয়নি তাদেরকেও আমরা অতি সত্বর বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য আবেদন করেছি।