|
---|
মোহাঃ কামরুজ্জামান, কালিয়াচক, নতুন গতি :- হ্যাঁ ঠিকই শুনেছেন, একই দোকানে পুজো পাঠ এবং দুআ করেই সম্প্রীতির বার্তা দিল মালদা জেলার কালিয়াচক। যে কালিয়াচক কে নিয়ে কিছু মানুষের মনে অনেক কথা, মানুষের মনে শুধু নানান খারাপ চিন্তা ভাবনা বয়।
কিন্তু জানেন তো? বিগত কয়েকবছরে উত্তরবঙ্গে ডাক্তারি পরীক্ষায় সর্বোচ্চ উত্তীর্ণ কালিয়াচকে। এশিয়ান অলিম্পিকে প্রথম পদাধিকারী সেই কালিয়াচক থেকেই। মালদা জেলায় সর্বোচ্চ আয়কর আদায় হয় কালিয়াচক থেকে। সর্বোচ্চ বিদ্যুতের বিল পরিশোধ হয় কালিয়াচক থেকেই। এরকমই অনেক উচ্চমানের রেকর্ড আছে কালিয়াচকের নামে।
যাইহোক আজ শুক্রবার জুম্মার পরে দোকানে হিন্দু রীতি মেনেই অনুষ্ঠিত হলো পূজা এবং দুআ। হ্যাঁ এই দুই জিনিস একই দোকানেই ঘটেছে। কারণ মালদা জেলার কালিয়াচকের ঘাড়িয়ালিচকে অবস্থিত এক দোকান যার নাম ‘পাঞ্জাবী সম্রাট’। এই দোকানের মালিক দুই জন একজন হিন্দু ও অন্যজন মুসলিম। একজনের নাম হায়দার আলি ও অন্যজনের নাম রতন গোস্মামী। তারা নিজ নিজ ধর্মকে মাথায় রেখে বন্ধুত্বের মেল বন্ধনকে অটুট রেখেই সকল মানুষের নিকট এমনভাবেই সম্প্রীতির বার্তা দিলেন।
কারা যেন সব কিছুতে ধর্ম খুজতে আসেন। আজ এই ধর্মের বেড়া জালে পাঞ্জাবী সম্রাট সত্যিই এক অনন্য নজির গড়ে তুললো এই কালিয়াচকের বুকে। তারা এই বার্তাটি সকল মানুষের নিকট পৌঁছে দিতে চান।