|
---|
নতুন গতি, মোথাবাড়ি : করোনা আক্রান্তের নিরিখে জেলায় পেছনের সারিতে থেকে নজির তৈরি করেছে কালিয়াচক-২ ব্লক। আর তা সম্ভব হয়েছে ব্লক প্রশাসনের তৎপরতায়। আবার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা কেন্দ্র এটি। তাঁর নজর রয়েছে সর্বক্ষণ। ব্লক স্বাস্থ্য বিভাগের সঙ্গে পুলিশ, ব্লক ও বিভিন্ন বিভাগের কর্মীরা ঝাঁপিয়ে পড়ে নিরন্তর কাজ করছে বলে সুফল পাওয়া যাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ এ নমুনা পরীক্ষার দিকে এগিয়ে রয়েছে সংশ্লিষ্ট ব্লক। প্রতিদিন ১০০-১৫০জনের নমুনা পরীক্ষা হচ্ছে। এখানে মোট ৩০০ জনের পজিটিভ ধরা পড়েছে। ২ জনের মৃত্যুর খবর রয়েছে মাত্র। এখন পর্যন্ত ৩ জনকে মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে পজিটিভ ৮০ জন। বাকিরা সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন। এলাকায় ২ টি অক্সিজেনযুক্ত অ্যাম্বুলেন্স রয়েছে যা সবসময় চালু আছে। জরুরি কোনও কোভিড সন্দেহ রোগীর ফোন পেলেই ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স। খুশির খবর গত সাতদিনে বাড়েনি করোনা আক্রান্তের সংখ্যা, বরঞ্চ কমছে। বিডিও অনির্বান সেনগুপ্ত বলেন, ‘ব্লক পুলিশ ও প্রশাসন সকলে সতর্ক রয়েছি। আমরা মাইকিং করে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং স্যানিটাইজারের ব্যবহার করার ওপর গুরুত্ব আরোপ করেছি। ব্লক স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রচেষ্টায় অন্যান্য ব্লক এলাকা থেকে করোনা আক্রান্ত অনেক কম।’ আগামী কয়েকদিনের মধ্যেই ড্রাইভার, হকার, খুচরা ব্যবসায়ী-সহ যাঁরা মানুষের সঙ্গে সরাসরি যুক্ত থেকে কাজকর্ম করছেন প্রায় এক হাজার জনকে ভ্যাকসিন দেওয়া হবে। বিএমওএইচ কৌশিক মিস্ত্রি বলেন, ‘স্বাস্থ্য বিভাগ করোনা রুখতে ও সুস্থতা গড়ে তুলতে নিরলস কাজ করছে। এইজন্য পুলিশ, ব্লক প্রশাসন থেকে স্বাস্থ্য কর্মীরা সকলেই একসাথে ঝাঁপিয়ে পড়ে কাজ করছেন। ফলও মিলছে। করোনা আক্রান্ত কমেছে। শেষ ২৪ ঘন্টাতে নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা আক্রান্ত ধরা পড়েছে।’