|
---|
সংবাদদাতা মোথাবাড়ি: তোফি দেশপ্রেমী ক্লাবের পরিচালনায় নতুন মাঠের সূচনা উপলক্ষে রবিবার সারারাত ধরে কালিয়াচক-২ ব্লকের গঙ্গার পাশে তোফি ক্রীড়া ময়দানে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। রাতের আলোর সুব্যবস্থায় ফুটবল খেলার আয়োজন এই এলাকায় প্রথম বলে উদ্যোগতারা জানান।ক্লাবের সম্পাদক সামিম আখতার বলেন, নতুন মাঠের উদ্বোধন উপলক্ষ্যে ফুটবল খেলার আয়োজন। এই মাঠকে মাটি ভরাট করে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। খেলার মাধ্যমে মাঠটির উদ্বোধন হল। বিশাল মাঠে এলাকার মানুষের খেলাধুলার সুবর্ন সুযোগ হল। এবার এই প্রত্যন্ত এলাকায় ক্রীড়ার বিকাশ ঘটবে। ফুটবলে শট মেরে ফুটবল খেলার উদ্বোধন করেন অধ্যাপক মহ: আকিল হোসেন। ক্লাব সদস্য থেকে গ্রামবাসীর সকলের মধ্যে সারারাত ধরে ফুটবল টুর্নামেন্ট ঘিরে উৎসাহ ও উন্মাদনা ছিল তুঙ্গে। খেলার সমাপ্তি হল সোমবার।জেলার বিভিন্ন এলাকা থেকে ১৬ টি দল অংশগ্রহন করে। টাইবেকারে ৩-২ গোলে চ্যাম্পিয়ন হয় মহদিপুর কদমতলা ক্লাব। ক্যাপটেনের হাতে নগদ অর্থমুল্য তিন হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। রানার্স সুজাপুর সুপার স্টার ক্লাবকে দু’হাজার টাকাও ট্রফি তুলে দেন অতিথিরা। তবেএদিন গোষ্ঠি কোন্দলের কারনে আমন্ত্রিত শাসক দলের কোন বড় মাপের নেতাকে খেলার উদ্বোধন অনুষ্ঠানে লক্ষ্য করা যায়নি। কে করবে উদ্বোধন তা নিয়ে চলে দড়িটানাটানি।অবশেষে স্থানীয় একজনকে দিয়ে এই খেলার উদ্বোধন হয়।রাজনৈতিক টানাপোড়েনের । সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ফুটবল টুর্নামেন্ট। ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমাম ওবাইদুর রহমান, পঞ্চায়েত সদস্য রফিকুল ইসলাম, ফিরোজ সেখ, ক্লাব সম্পাদক সামিম আখতার , সভাপতি নাজিম আলি, নাসিম আলি বিশ্বাস,হায়দার আলি সহ ক্রীড়ানুরাগী বহু মানুষ৷