কালিয়াচক টার্গেট পয়েন্ট(আর) স্কুলের উদ্যোগে স্কুলের কৃতিদের সংবর্ধনা দেওয়া হয়

নিজস্বসংবাদদাতা মালদা : কালিয়াচকের প্রখ্যাত টার্গেট পয়েন্ট(আর) স্কুলের তরফে স্কুলের কৃতি ১৪ জনকে সংবর্ধনা দেওয়া হল। এই উপলক্ষ্যে গান, আবৃত্তি, অন লাইন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) অনীশ সরকার। এদিনের তাদের স্কুলের কৃতি ১৪ জনের মধ্যে ৭ জনই ছাত্রী। সকলেই মাধ্যমিকে মেধা তালিকায় সম্ভাব্য দশের মধ্যেই স্থান দখল করেছে। খুশি টার্গেট পয়েন্ট আর স্কুল। জেলা প্রশাসন, ব্লক সহ বিভিন্ন ক্ষেত্রে সংবর্ধিত করা হয় তাদের। অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন অনীশ সরকার বলেন, ‌কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস রেখে পড়াশোনা, আর বিপথে পরিচালিত না হয় সেদিকে লক্ষ্য রেখে নিজ কর্ম করে যেতে হবে। ছাত্র জীবনে নিজের কিছু অভিজ্ঞতার টিপস শেয়ার করেন। অতিরিক্ত পুলিশ সুপারের অনুপ্রেরনা উজ্জীবিত ভাষন ছাত্র-ছাত্রীরা মুগ্ধ হয়ে শোনেন। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এখন জীবনের শুরু হল। আগামী উচ্চ মাধ্যমিক, বিএ, এম এ, বহুপথ সামনে। নিজেকে এখন গড়ে তোলার সময়। নিজেকে সঠিক পঠন পাঠনের মাধ্যমে গড়ে তোলার বার্তা দেন পুলিশ সুপার। উপস্থিত ছিলেন বহু ছাত্র ছাত্রী। করতালি দিয়ে তাকে অভিনন্দন ও সংবর্ধিত করেন কর্তৃপক্ষ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহা উজির হোসেন, সমাজসেবী অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক আলহাজ আমিনুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন শিক্ষক আবদুর রশিদ। করোনার আবহে দীর্ঘদিন পর অনুষ্ঠান ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে। কৃতি ১৪ জনের হাতে ডিক্সনারী, মানপত্র, উত্তরীয়, মেডেল সহ স্মারক উপহার তুলে দেন বিশিষ্ট অতিথিবর্গ। প্রধান শিক্ষক মোহা উজির হোসেন বলেন, এই প্রতিষ্ঠান ২০০৩ সালে কয়েকজন ছাত্র ছাত্রীদের নিয়ে পথ চলা শুরু করে। আজ অনেকটা মহিরুহে পরিনত হয়েছে । বিভিন্ন মেডিক্যাল কলেজে ছড়িয়ে রয়েছেন এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। অনেকেই এমবিবিএস ও ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মরত রয়েছেন। আমরা খুশি দেশ সমাজকে আলোকিত করছে।