|
---|
নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে থমকে ছিল যুব তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা। করোনা অনেকটা শ্লথ হতেই এরই ফাঁকে সংবর্ধনা সভার আয়োজন সম্পন্ন করে ফেলল কালিয়াচক-১ যুব তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার কালিয়াচকের নজরুল ভবনে সংশ্লিষ্ট বিভিন্ন এলাকার যুবদের উপস্থিতিতে যুব সভাপতি সারিউল সেখের নেতৃত্বে এদিন এই সংবর্ধনা সভার আয়োজন ঘিরে উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো । এই সভায় সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অবসরপ্রাপ্ত আবদুল গনি, বৈষ্ণবনগরের বিধায়ক তথা যুব সভাপতি চন্দনা সরকারকে বিশাল মালা, এক গুচ্ছ স্মারক উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। দুই বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সহ সভাপতি চিকিৎসক মোয়াজ্জেম হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, জেলা পরিষদ সদস্য , পঞ্চায়েত সমিতির সদস্য সহ অন্যান্যরা। সুজাপুরের বিধায়ক আবদুল গনি বলেন, আমার কাজ কর্ম থেমে নেই। আমি সুজাপুরে কলেজ করার প্রস্তাব পেশ করেছি। এছাড়াও এলাকার অন্যান্য মূল সমস্যা গুলির নজরে আনছি মুখ্যমন্ত্রী তথা সরকারের। আমি চাই মানুষের উন্নয়ন হোক এই জন্য সচেষ্ট আছি। মানুষের সহযোগিতায় এলাকার উন্নয়ন তরান্বিত হবে আশা প্রকাশ করেন রেকর্ড ভোটে জয়ী বিধায়ক আবদুল গনি। বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি চন্দনা সরকার বলেন, যুব শক্তিই পারে এলাকার পরিবর্তন আনতে। আমি চাই যুব শক্তি ঐক্যবদ্ধ ভাবে মিলে মিশে কাজ করবে। যুব সভাপতির উদ্যোগে এইধরনের সংবর্ধনা সভার প্রশংসা শোনা যায়।