কলকাতায় কালীঘাট স্পোর্টস লাভার্স এ্যসোসিয়েশনের রক্তদান শিবিরে দাতা লালনের উদ্যোগে পূর্ব বর্ধমানের ৩০০ রক্তদাতা

কলকাতায় কালীঘাট স্পোর্টস লাভার্স এ্যসোসিয়েশনের রক্তদান শিবিরে দাতা লালনের উদ্যোগে পূর্ব বর্ধমানের ৩০০ রক্তদাতা

    কলকাতার কালীঘাট স্পোর্টস লার্ভাস এ্যসোসিয়েশনের পরিচালনায় সংগঠনের সাধারন সম্পাদক বাবুন ব্যানার্জীর উদ্যোগে বিশাল এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় কলকাতার ক্ষুদীরাম অনু্শীলন কেন্দ্রে। দেশের স্বাধীনতা সংগ্রামী বাঙালী বীর আজাদ হিন্দ বাহিনীর কর্ণধার নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে কালীঘাট “স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন”এর পরিচালনায় ও ক্লাবের সাধারণ সম্পাদক বাবুন ব্যানার্জীর উদ্যোগে এই রক্তদান শিবির। কলকাতার বুকে এই রক্তদান শিবিরে পূর্ব বর্ধমানের আউসগ্রাম ২ নং ব্লক থেকে ৩০০ জন রক্তদাতা সামিল হলেন তৃনমূলের কার্যকরী সভাপতি বিশিষ্ট সমাজসেবী দাতা সেখ আব্দুল লালনের প্রচেষ্টায়। এদিন পূর্ব বর্ধমানের আউসগ্রাম ২ নং ব্লকের কোটা, অমরপুর, দেবশালা ও ভেদিয়া অঞ্চল থেকে প্রায় ৩০০ জন”মহা রক্তদান উৎসব”-এ রক্তদান করিতে সামিল হলেন । সেখ আব্দুল বলেন, নেতাজী সুভাষ চন্দ্র বসু কে আমরা সবাই শ্রদ্ধা করি। এই মহান ব্যাক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতায় বাবুন ব্যানার্জীর উদ্যোগে ক্ষুদীরাম অনু্শীলন কেন্দ্রে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আমরা সেই রক্তদান শিবিরে অংশ নিতে পেরেছি। এটাই ভালো লাগছে।