কালীকৃষ্ণ পাঠাগারে মাসিক সাহিত্য সভা

আলিফ ইসলাম : মেমারি : ২৭ জুলাই : পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ , বর্ধমান শহর কমিটির উদ্যোগে বর্ধমান বাদামতলায় অবস্থিত কালীকৃষ্ণ পাঠাগারে আজ শনিবার,২৭ জুলাই বিকাল চারটা থেকে মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হল। বৃষ্টি বিঘ্নিত এই সাহিত্য সভায় স্বল্পসংখ্যক সাহিত্য প্রেমী ব্যক্তিত্বের উপস্থিতি ঘটলেও স্বরূপ মুখার্জী,সায়ন্তি হাজরা এবং সুবর্ণা বিশ্বাসের সঞ্চালনায় সময়োপযোগী কবিতা পাঠ ছিল বিশেষ উল্লেখযোগ্য। সংস্থার সভাপতি দীনেশ ঝা, যুগ্ম সম্পাদক মিনতি গোস্বামী ও স্বরূপ মুখার্জীর উপস্থিতিতে লক্ষণ দাস ঠাকুরা, তাপস ভূষণ সেনগুপ্ত, কাজী আব্দুল করিম, সত্যজিৎ ভট্টাচার্য, সুবীর রায়, বিবেকানন্দ চক্রবর্তী, চৈত্র কুমার প্রামানিক,তপন জ্যোতি চৌধুরী, রীতা বসু ধর,দীপা কুমার, জয়শ্রী চক্রবর্তী, দেবশ্রী চ্যাটার্জী পাল, উত্তম কর্মকার, সৌম্য পাল, শ্যামাপ্রসাদ চৌধুরী, সুফি রফিক উল ইসলাম প্রমুখ আরো অনেকে উপস্থিত ছিলেন।