|
---|
উজির আলী, চাঁচল নতুন গতিঃ ২৮ অক্টোবর মালদহের চাঁচল থানার উদ্যোগে ও কালিপূজো উপলক্ষে, বাসিন্দা দের পেট পুরে প্রসাদ খাওয়ানো হলো। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভোজন। এদিন থানা চত্বরেই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে খবর।
সিভিক ফোর্সরা এদিন ক্যাটারিং এর রুপ ধারন করে। তারা এদিন আন্তরিকতার সঙ্গে হাজারো দর্শনার্থীদের প্রসাদ তুলে দেন। থানা সূত্রের খবর, প্রতিবছরই কালিপূজো উপলক্ষে প্রসাদ ভোজনের আয়োজন করা হয়ে থাকে।
এদিন সন্ধ্যায় থানার মন্দিরে দর্শনার্থীদের ঢল পরে। থানার সমস্ত পুলিশ কর্মী এদিন এক পরিবারের অনুষ্ঠানের মতো উপভোগ করে। সন্ধ্যাকালীন পর্বে সাংষ্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে খবর।