|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : ৫ই নভেম্বর শুক্রবার মুর্শিদাবাদের সাগরদিঘীতে কালীপূজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠা হয়ে গেল সাগরদিঘী থানা প্রাঙ্গণে, সাগরদিঘী থানার উদ্যোগে। কোভিড পরিস্থিতিতে রাজ্য তথা গোটা দেশজুড়ে বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে যেভাবে রক্তের সংকট দেখা দিয়েছে সেটা আমাদের কারোরই অজানা নয়, তাই ক্যাম্পের মাধ্যমে মানুষকে রক্তদানে এগিয়ে আসার উৎসাহ জোগানোর একটা প্রচেষ্টায় করা হয়েছে এই দীপাবলি উৎসবের দিনে। এদিন শিবিরে রক্তদান করেন সাগরদিঘী থানার ওসি শ্রী সুমিত বিশ্বাস, সাগরদিঘী থানায় কর্মরত সকলেই রক্তদান করেন, পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবীদের মধ্যে থেকে পাঁচজন করে সদস্যরা রক্ত দান করেন। যেমন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট, তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট, সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠন, সাগরদিঘী হিউম্যান সার্ভিস প্রমূখ। এদিন রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তযোদ্ধা স্বেচ্ছায় রক্ত দানে এগিয়ে আসেন। এদিন রক্তদান শিবির শেষে সকল রক্ত যোদ্ধাদের খাবারের সুব্যবস্থা করা হয় সাগরদিঘী থানার পক্ষ থেকে পাশাপাশি সন্ধ্যা ৬টা নাগাদ সকল স্বেচ্ছাসেবীদের সংবর্ধিত করা হয়।