কালো জিরে দিয়ে ছবি এঁকে ইরফানকে শ্রদ্ধা জানালেন শিল্পী শিক্ষক নরসিংহ দাস

সেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি:-বুধবার সকালে জটিল রোগে বছর দুয়েক ভোগার পর মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হন বিশিষ্ট অভিনেতা ইরফান খান। ‘পান সিং তোমর’, ‘বিল্লু দ্যা বারবার’, ‘পিকু’,’মাদরি’, ‘তলোয়ার’,’লাঞ্চ বক্স,’ এর মতো বহু সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন ইরফান।

    অভিনয় করেছেন লাইফ অফ পাই, জুরাসিক ওয়ার্ল্ডের মতো হলিউড ছবিতেও। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা বলিউডসহ দেশ জুড়ে তাঁর অগণিত ভক্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা বিভিন্ন ভাবে তাঁদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে শুরু করেন। একটু অন্য ভাবে প্রয়াত অন্যতম প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানালেন পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা কেশপুর ব্লকের মহিষাগেড়া হাই মাদ্রাসার শিক্ষক নরসিংহে দাস।নরসিংহবাবু কালো জিরে দিয়ে ইরফানের প্রতিকৃতি এঁকে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানান। কালো জিরে দিয়ে তৈরি সেই ছবি তিনি ফেসবুকে পোস্ট করেন।

    তাঁর সেই ছবিতে ইরফান অনুরাগীরা যেমন শ্রদ্ধা জানিয়েছেন তেমনি শিল্পী নরসিংহবাবুকে কুর্নিশ জানিয়েছেন। নরসিংহবাবু বরাবরই এই রকম। কাগজে ছবি আঁকার পাশাপাশি তিনি কখনো শাক-সব্জি দিয়ে , কখনো দেশলাই কাঠি দিয়ে, কখনও কালো জিরে দিয়ে, কখনো মুসুর ডাল দিয়ে এই ধরনের শিল্প সৃষ্টি করে থাকেন।