|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ১৮৮৬ সালের ১ লা জানুয়ারী কল্পতরু উৎসব শুরু হয়েছিল। মঙ্গলবার পূর্ব বর্ধমানের দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদাসেবাশ্রম সংঘে কল্পতরু উৎসব অনুষ্ঠিত হলো। সেইদিন থেকে এই দিনটি থেকে কল্পতরু উৎসব পালন করা হয়। মঙ্গলবার ভোরবেলা থেকে মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে,দিনভর চলবে চণ্ডীপাঠ ও গীতাপাঠ,নিত্যপূজা,বিশেষপূজা,কল্পতরু উৎসব,সন্ধ্যারতি,কথামৃত পাঠ ও আলোচনা। দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের পক্ষ থেকে দুপুরে প্রায় ৪০০০জন মানুষের নরনারায়ণ সেবা রয়েছে। দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশিশিকুমার মণ্ডল, জগদাননন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষাল সহ আশ্রমের সকল সদস্য ও সদস্যরা সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত হয়েছেন।দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘে কল্পতরু উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা রক্ষার জন্য পুলিশের কড়া পাহারা রয়েছে।