কালভার্ট ভেঙে যান চলাচল স্তব্ধ বাসন্তী

 

    কুতুবউদ্দিন মোল্লা,নতুন গতি, বাসন্তী:

    দক্ষিণ 24 পরগনা সুন্দরবন বাসন্তী কালভার্ট ভেঙে পড়ায় যান চলাচল স্তব্ধ হয়ে গেল খোদ ।আর দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যানজটও তৈরী হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের বাসন্তী হাইওয়ের কুলতলির গৌরদাস পাড়া এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে এদিন সকাল আটটা নাগাদ ভারী যানচল করায় কালভার্টে ফাটল দেখা দেয়। স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভারী যানচলাচল নিষিদ্ধ করে। বাসন্তী থানার পুলিশ আশ্বাস দেন। সাময়িক ভাবে ভারী যান চলাচল বন্ধ হলেও পরে আবার ভারী যান চলাচল শুরু করে। এদিন দুপুর আড়াইটে নাগাদ ওভারলোড পাথর বোঝাই একটি ট্রাক বাসন্তী হাইওয়ের গৌরদাস পাড়ার কার্লভাট পার হতেই হুড়মুড় করে ভেঙে পড়ে কার্লভাট। যদিও রক্ষা পায় ওভার লোড পাথর বোঝাই ট্রাক টি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী।কার্লভাট টি যাতে দ্রুত তৈরী করে বাসন্তী হাইওয়ের যান চলাচল সচল হয় তার জন্য বাসন্তী থানার পুলিশ যুদ্ধকালীন পরিস্থিতিতে পিডব্লিউডি সাথে কাজ করছে। তবে এখনো পর্যন্ত যান চলাচল শুরু হয়নি। তবে পথ যাত্রী মানুষ সমস্যায় পড়েছে।