কল্যানী ঋত্বিক সদনে রবীন্দ্র জন্মোৎসব

আয়ুব আল,নতুন গতি : সুরের ধারা পরিচালনায় বিশিষ্ট শিল্প উদ্যোগপতি গৌতম দাসের প্রয়োজনায় শতকন্ঠে রবিগান নিভৃত প্রানের ঠাকুর শীর্ষক রবীন্দ্র জন্মোৎসব ২০২৪ অনুষ্ঠিত হল ৩০ শেখ জুন রবিবার কল্যানী ঋত্বিক সদনে। অপর্না ভট্টাচার্যের পরিকল্পনায় ও রুপায়নে , ধ্বনি হাঁসিপাঞ্চাল অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন স্বনাম ধন্য রবীন্দ্র সংগীত শিল্পী শ্রাবনী সেন, পন্ডিত বিপ্লব মন্ডল, সুব্রত (বাবু) মুখার্জি, নন্দন দাশগুপ্ত,সাধন বসু মজুমদার, সঞ্জীবন আচার্য এছাড়াও নাট্যব্যক্তিত্ব দেব শঙ্কর হালদার।