|
---|
দেবজিৎ মুখার্জি: “অকারনে বাচ্চা ছেলেটাকে টার্গেট করা হচ্ছে” সনাতন ধর্ম বিতর্কে উদয়নীতি স্ট্যালিনের পাশে কামাল হাসান। এই প্রসঙ্গে পেরিয়ারের উদাহরণও দেন তিনি।
তিনি বলেন, “অকারনে বাচ্চা ছেলেটাকে টার্গেট করা হচ্ছে। ওর পূর্বপুরুষরাও সনাতন ধর্ম নিয়ে কথা বলেছেন। পেরিয়ারও একসময় বলেছিলেন। পেরিয়ার একসময় মন্দিরে কাজ করতেন এবং তিনি বারাণসীতে কপালে তিলক এঁকে পুজোও করেছেন।”