|
---|
নতুন গতি নিউজ ডেস্ক। বিশ্ব ব্যাপী জলসঙ্কটের যে প্রভাব বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে ,আগামী দিনে তা আরো ভয়াবহ আকার ধারণ করতে চলেছে আমাদের অসচেতনতার অভাবে। এই মহৎ উদ্দেশে অর্থাৎ পানীয় জলের সদ ব্যবহার, সংরক্ষণ ও অপচয় রোধের বিষয়ে সচেতনতা মূলক প্রচারে “কামালগাজী লাইফ”।
সংস্থার সদস্যরা মিলে আজ ২৭ নম্বর ওয়ার্ডের কামলগাজি এলাকার রাস্তার জলের কল গুলিতে স্টপ নব লাগায়। একই সঙ্গে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে “জল বাঁচাও ও গাছ বাঁচাও” সঙ্গে ডেঙ্গু প্রতিরোধের সচেতনতার বিষয়ে এক বিশেষ ক্যাম্পেইন আয়োজন করে।
তাদের বক্তব্য “আগে নিজে পরিস্কার থাকুন, নিজের বাড়ি পরিষ্কার রাখুন তাহলে আমাদের এলাকাও পরিষ্কার থাকবে। বাড়িতে অযথা জল জমতে দেবেন না জমা জলের থেকে ম্যালেরিয়ার মশা জন্ম নেয়। রাস্তার নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলুন”।
তারা আরো জানান, “আসুন আমরা নতুন সমাজ গড়ি নিজে সুস্থ থাকি এবং অপরকেও সুস্থ রাখার দায়িত্ব নেই।”
“দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ”