বিশ্ব নবী (সঃ) দিবস পালন কামালগাজীর কুমড়াখালীতে

নতুন গতি প্রতিবেদক : হিজরি ১২ রবিউল আউয়াল, মহা নবী হযরত মুহাম্মদ (সঃ) এর জন্মদিন। বিশ্বের সমগ্র মুসলিমদের কাছে এই দিবসটি সবিশেষ গুরুত্বপূর্ণ, মর্যাদাশীল, তাৎপর্যপূর্ণ। ঈদুল ফিতর, ঈদুল আযহার পরে পরেই ইসলাম ধর্মাবলম্বী সমস্ত মানুষের কাছে বিশ্ব নবী দিবস যথেষ্ট শ্রদ্ধার, ভক্তির, সাধনার বন্দনার দিন। নবীর জন্মদিবস উপলক্ষ্যে
কুমড়াখালি নবী (সঃ) দিবস উদযাপন কমিটির আয়োজনে ও ব্রাইট স্টার সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির পূর্ণ সহযোগীতায় “পবিত্র নবী (সঃ) দিবস ২০২১” অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে একক নাতে রসুল (সঃ) প্রতিযোগিতা, সমবেত নাতে রসুল (সঃ) প্রতিযোগিতা, সংক্ষিপ্ত বক্তৃতা (বিষয়-নবী (সঃ)-এর জীবনের উপর আলোকপাত) প্রতিযোগিতা, ইসলামিক ওপেন ক্যুইজ প্রতিযোগিতা। এ ছাড়াও বিশিষ্ট সমাজ সেবকদের সংবর্ধনা যাপন করা হয়। একই সঙ্গে ইসলাম ধর্মামলম্বী মৃত মানুষের গোসল প্রদানকারী-কারিনী, কবর খননকারিদেরও সংবর্ধনা যাপন করা হয়।

    এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলাকার পৌর প্রশাসক নজরুল আলী মন্ডল, রবীন্দ্রনাথ ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সুরঞ্জন মিদ্দে, শিক্ষক আব্দুল সামাদ মন্ডল ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

    বিচারক মন্ডলীর আসনে ছিলেন বিশিষ্ট সংবাদিক ও সাহিত্যিক মুজতবা আল মামুন, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল আওয়াল, হাফেজ কারী আজিজুল হক। সবশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।