|
---|
“কামালগাজী লাইফ” এর উদ্যোগে মহতি সামাজিক দায়িত্ব পালনের কর্মসূচী পবিত্র ঈদের দিনে
নতুন গতি প্রতিবেদক : “কামালগাজী লাইফ” স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতি বছর তাঁরা “রক্তদান শিবির” করে থাকেন। এ বছর প্রেক্ষিতটা ভিন্ন, বিশ্ব জুড়ে “করোনা” মহামারির থাবা আমাদের সকলকে গ্রাস করেছে, যখন মহামারির হতে রক্ষা পেতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করা দরকার তখন দেখা গেল কেউ কেউ এই মারণ রোগকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠেছে।
এই পরিস্থিতিতে “কামালগাজী লাইফ” স্বেচ্ছাসেবী সংগঠন ঠিক করলো মানুষকে দৃঢ়়ভাবে রক্তের বন্ধনে আবদ্ধ করতে হবে সেই সঙ্গে বর্তমানের রক্ত সংকট কিছুটা সামাল দেওয়া যাবে।
তাঁদের ভাবনা বাস্তবায়নে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা মাননিয়া ফিরদৌসি বেগম, স্থানীয় পৌরপিতা জনাব নজরুল আলি মণ্ডল ও নরেন্দ্রপুর থানার আধিকারিক সুখময় চক্রবর্তী মহাশয়। পুরো অনুষ্ঠানটি প্রশাসনকে জ্ঞাত করে সমজীক দূরত্ব বজায় রেখেই অনুষ্ঠিত হয়।
সংস্থার সদস্য বৃন্দ দের মতে এ বছরের ব্যাতিক্রমী ঈদের দিন রক্তদান শিবির করার। সকল সদস্যদের আহ্বানে সাড়া দিয়ে গতকাল পবিত্র ঈদের দিন ১৭ জন প্রথম বারেরে রক্ত দাতা ও ৮ জন মহিলা সহ ৪০ জন রক্ত দান করলেন, যাঁরা গতকাল পর্যন্ত একমাস রোজা (উপবাস) পালন করেছেন, আশাকরি তাঁদের এই ত্যাগ বিফলে যাবেনা।
কালকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরেণ্য ডাক্তার রমেন্দ্র হোম চৌধুরী, ডাক্তার বৈশালী হোম চৌধুরী, ডাক্তার অরিন্দম বিশ্বাস, ডাক্তার অনিমেষ কর ও বিশিষ্ট সমাজ কর্মী এম ডি শাহজাহান লস্কর সহ আরো বহু গুণী জন।
একই সঙ্গে মুমুর্ষ রোগীদের উদ্দেশ্যে “রোটারি ক্লাব অফ কোলকাতা সানসিটি” সংস্থাকে ৩০টি রক্ত সংগ্রহের কার্ড দেওয়া হলো সংস্থার পক্ষ থেকে।