ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় মালয়েশিয়া ভিসা এপ্লিকেশন সেন্টার এর শুভ উদবোধনে উপস্থিত ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান কামরুল আহসান

বাইজিদ মণ্ডল:- ২০২৩ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কলকাতা শেক্সপিয়ার স্মরণিতে বিল্ডিং ২৫ এ দি লিগেসিতে অবস্থিত মালেয়শিয়া স্বরাষ্ট্র মন্ত্রনালয় তথা মালেয়শিয়া ইমিগ্রেশন কতৃক অনুমোদিত প্রথমবারের মত পশ্চিমবংগে তেমেংগং-ভার্সেটাইলো মালেয়শিয়া ভিসা এপ্লিকেশন সেন্টার (মালেয়শিয়া ভি.এল.এন) এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক পরেশ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন ভার্সেটাইলো গ্রুপের গ্রুপ সিইও কর্ণেল (অব.) এনায়েত করিম, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের জনাব রিয়াজুল ইসলাম, আবদুল গাফফার (ACP),ফুটবলার মেহতাব হোসেন,আলভিটো ডি কুনহা,ভার্সেটাইলো সার্ভিসের পরিচালক অভিজিত দাস।

    এছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়ালিভাবে যোগ দেন তেমেংগং হোল্ডিংস মালেয়শিয়ার পরিচালক এবং ভার্সেটাইলো সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের যৌথ অংশীদার ও মালেয়শিয়া রাজ পরিবারের সুলতানা মহামান্যা তোহ পুহান নুর, ভার্সেটাইলো গ্রুপের গ্রুপ চেয়ারম্যান ড. কামরুল আহসান, ভার্সেটাইলো ইন্ডিয়ার পরিচালক ড. নওশাদ ও আনিস রহমান। তোহ পুহান নুর বলেন, পশ্চিমবংগ হতে দিল্লী পর্যন্ত সকল প্রদেশের আবেদনকারীরা তাদের এজেন্টের মাধ্যমে মালেয়শিয়া ওয়ার্ক পারমিট ভিসার (ভি.ডি.আর) আবেদন অবশ্যই মালেয়শিয়া ইমিগ্রেশন কতৃক অনুমোদিত ভিসা সেন্টারের মাধ্যমে করা বাধ্যতামূলক, এ ক্ষেত্রে তেমেংগং-ভার্সেটাইলো মালেয়শিয়া ভিসা এপ্লিকেশন সেন্টার অত্র অঞ্চলে প্রথমবারের মত এক্সক্লুসিভ ভিসা আবেদন কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমের আবেদনকারীদের সর্বোচ্চ সেবা দিতে অংগীকারবদ্ধ খুব শীঘ্রই দিল্লী, মুম্বাইসহ অন্যন্য প্রদেশ সেন্টার চালু করা হবে। মালেয়শিয়া ভিসা এপ্লিকেশন সেন্টারের পরিচালনাকারী ব্যবসায়িক প্রতিষ্ঠান ভার্সেটাইলো সার্ভিসেস এর চেয়ারম্যান ড. কামরুল বলেন, ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের পাশাপাশি ভি.টি.আর ক্যটাগরীতে মালেয়শিয়ার টুরিস্ট, ভিজিট, বিজনেস ভিসার আবেদন এই নতুন এপ্লিকেশন সেন্টারে গ্রহন করা হবে একই সাথে মালেয়শিয়া ভ্রমন পিপাসুদের জন্য মালেয়শিয়ায় বিভিন্ন পর্যটন স্থান দর্শন, থাকা-খাওয়া, যাতায়ত, প্লেনের টিকেট, সিম কার্ড সহ অন্যান্য সুবিধাসমেত আকর্ষনীয় ছাড়ে ভ্রমন সুবিধা দেয়া হবে।কাকুড়গাছি-বেলেঘাটার বিধায়ক বলেন, মালেয়শিয়া গমনেচ্ছু ভারতীয় কর্মী ও পর্যটকদের জন্য কোলকাতার এই ভিসা আবেদন কেন্দ্র সম্ভাবনা ও সুবিধার নতুন দুয়ার উন্মোচন করল। আমাদের সর্বাংগীন সহযোগিতা থাকবে ভার্সেটাইলোর জন্য।