|
---|
ইলিয়াস মল্লিক, নতুন গতি: পেশায় ভারতীয় রেলের কর্মী ও ডাঙ্গাপাড়া রেলওয়ে পল্টের বাসিন্দা সচিদানন্দ শর্মা আজ দুপুর বারোটা নাগাদ কাঁচরাপাড়া ইউকো ব্যাঙ্ক থেকে প্রায় ৬০ হাজার টাকা, সেই সঙ্গে ব্যাঙ্ক ও পোষ্ট অফিসের যাবতীয় কাগজপত্র তিনি একটি বাজারের ব্যাগে ভরে সাইকেলে ঝুলিয়ে ব্যাঙ্ক থেকে ফিরছিলেন।বাড়ি ফেরার পথে তিনি কাঁচরাপাড়া মানিকতলা বাজারে কিছু ফল কিনতে দাঁড়ান। সেই সময়ের অবসরে চোর শর্মাজীর ব্যাগ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যায়।সচিদানন্দ বাবু ব্যাগে টাকা দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির করেন তারপরও তিনি টাকার সন্ধান না পেলে বীজপুর থানায় একটি অভিযোগও দায়ের করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, কিছুদিন আগেই কাঁচরাপাড়া ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলোকময় লাহিড়ীর দাদা আনন্দময় লাহিড়ীর ঠিক একইভাবে ২০ হাজার টাকা চুরি যায়,এই ঘটনার একমাস ঘুরতে না ঘুরতেই শহরে আবারও একই ঘটনা ঘটল।কিন্তু আগের থেকে এবার টাকার পরিমাণ অনেক বেশি। পুজোর মুখে এইরকম একটি ঘটনায় মাথায় হাত পড়েছে সচিদানন্দ বাবু এবং তাঁর পরিবারের। এই নিয়ে পরপর দুটি একইরকম ঘটনা ঘটল।প্রশাসনের কাছে আবেদন তারা যেন বিষয়টি একটু নজর দেন। আমরা জনসাধারণকেও আবেদন করছি, আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন।