কংগ্রেসে যোগ দিলেন কানহাইয়া কুমার

নতুন গতি নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দিলেন কানহাইয়া কুমার৷ এ দিন দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে রাহুল গান্ধির উপস্থিতিতেই কংগ্রেসে যোগ দেন কানহাইয়া৷ যদিও এ দিন কংগ্রেস সদর দফতরে হাজির থাকলেও আনুষ্ঠানিক ভাবে এ দিন কংগ্রেসে যোগ দেননি জিগনেশ মেওয়ানি৷ কারণ নির্দল বিধায়ক হওয়ায় কংগ্রেসে যোগ দিলে তাঁর বিধায়ক পদ নিয়ে সমস্যা তৈরি হতে পারে৷

    সিপিআই ছেড়ে কানহাইয়া যে কংগ্রেসে যোগ দেবেন, তা আগেই জানা গিয়েছিল৷ এ দিন কংগ্রেসে যোগ দিয়ে কানহাইয়া বলেন, ‘আমি কংগ্রেসে যোগ দিয়েছি কারণ কিছু মানুষের আদর্শই হচ্ছে দেশকে ধ্বংস করা৷ সেখানে কংগ্রেস সবথেকে গণতান্ত্রিক দল৷ দেশের কংগ্রেসকে প্রয়োজন৷’ কানহাইয়ার অবশ্য দাবি, কংগ্রেসকে বাঁচাতে নয়, তিনি দেশকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছেন৷

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কানহাইয়া বলেন, ‘দেশ যখন অতিমারিতে জর্জরিত, তখন প্রধানমন্ত্রী নিজের জন্মদিন উদযাপন করছেন৷’

    কানহাইয়া কুমার সহ সম্প্রতি যে নেতারা কংগ্রেসে যোগ দিয়েছেন, তাঁদের সঙ্গে ছবি তুলে ট্যুইটারে পোস্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ সঙ্গে ভগৎ সিং হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তিনি৷ রাহুল গান্ধি লিখেছেন, ‘মিথ্যের সাম্রাজ্যে সত্যি দিয়েই বিপ্লব শুরু হয়৷ নতুন এবং পুরনো সব সহযোদ্ধাদের একসঙ্গে সত্যাগ্রহে অংশ নিতে হবে৷’

    কয়েকদিন আগেই রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছিলেন কানহাইয়া কুমার৷ কংগ্রেস সূত্রে খবর, সিপিআই-তে দমবন্ধ লাগছিল কানহাইয়ার৷ বিহারের রাজনীতিতেও সক্রিয় এবং নির্ণায়ক ভূমিকা নিতে চাইছিলেন তিনি৷ কিন্তু গত লোকসভা নির্বাচনে বেগুসরাই থেকে ভোটে লড়ে বিজেপি-র গিরিরাজ সিং-এর কাছে পরাজিত হতে হয়েছিল কানহাইয়াকে৷

    তবে কানহাইয়া দল ছাড়ার পর তাঁকে পাল্টা আক্রমণ করেছেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা৷ কানহাইয়াকে নিশানা করে প্রবীণ সিপিআই নেতা বলেন, ‘এতেই প্রমাণিত কানহাইয়া কুমারের কমিউনিস্ট আদর্শ এবং শ্রমজীবী মানুষের উপরে কোনও আস্থা নেই৷ কানহাইয়ার আগেও দল ছিল, তাঁর চলে যাওয়ার পরেও সিপিআই শেষ হয়ে যাবে না৷’

    এ দিন আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ না দিলেও কংগ্রেসের প্রতি তাঁর পূর্ণ সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন গুজরাতের দলিত নেতা জিগনেশ মেওয়ানি৷ গুজরাতের বিধানসভা নির্বাচনেও তাঁকে কেন্দ্র করেই রণকৌশল সাজাচ্ছে কংগ্রেস৷ তিনি বলেন, ‘আমি আনুষ্ঠানিক ভাবে আজকেই কংগ্রেসে যোগ দিচ্ছি না৷ রাহুল গান্ধি আমাকে পরে যোগদানের অনুমতি দিয়েছেন৷ তবে এখন থেকেই আমি কংগ্রেসের সঙ্গে কাজ করতে তৈরি৷’