কণকণদিঘীতে রাজনৈতিক কর্মী সম্মেলন তৃণমূল কংগ্রেসের

নবাব মল্লিক, রায়দিঘী: শুক্রবার বিকাল ৩ টেয় কণকণদিঘীতে ২৬ নং পঞ্চায়েত সমিতির রাজনৈতিক কর্মী সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। কণকণদিঘী বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের উপস্থিতিতে এই রাজনৈতিক কর্মী সম্মেলন শুরু হয়। এই সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অলক জলদাতা, কার্যকরী সভাপতি সত‍্যরঞ্জন গায়েন, ব্লক সম্পাদক সিরাজ উদ্দিন বৈদ‍্য, অঞ্্চল সভাপতি মনোরঞ্জন দে, প্রধাণ পূর্ণিমা কর সহ অন‍্যান‍্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এই সভার সভাপতিত্ব করেন পঞ্চায়েত সমিতির সদস্য মালঞ্চ হালদার। ২০২১ সালের বিধানসভা  নির্বাচনের আগে দলীয় কর্মীদের উৎসাহিত করতে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল বলে খবর। এই রাজনৈতিক কর্মী সম্মেলন থেকে মথুরাপুর ২ নং ব্লক সভাপতি অলক জলদাতা বলেন ” আজকের পশ্চিমবঙ্গের সর্বত্র মমতাময়, বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে ক্ষমতাচ‍্যুত করার চেষ্টা করছে। কিন্তু তারা তা পারবেনা। প্রধানমন্ত্রী তার দলকে ক্ষমতায় আনার জন‍্য একের পর এক মানুষকে ভাওতা দিয়ে যাচ্ছে। লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে এসে অনেক কথা বলে গিয়েছেন। তা আমরা দেখেছি, সেগুলো সবগুলি ছিল মিথ‍্যা ভাওতা। বিজেপি বাংলার দল না। সেজন‍্য সবাইকে আবরাও বাংলায় দিদিকে নিয়ে আসতে হবে।